ETV Bharat / state

মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত আরও 9, মোট 59

author img

By

Published : May 26, 2020, 3:15 PM IST

মুর্শিদাবাদে আরও নয়জন নতুন করে কোরোনায় আক্রান্ত । তাঁদের সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । আজ রিপোর্ট আসে । জানা যায়, তাঁরা কোরোনা পজ়িটিভ ।

murshidabad
murshidabad

বহরমপুর, 26 মে : মুর্শিদাবাদে আরও নয়জন নতুন করে কোরোনায় আক্রান্ত । তাঁরা শক্তিপুর ও সাগরদিঘি থানা এলাকার বাসিন্দা । তাঁদের মাতৃসদন কোভিড হাসপাতালে আনা হয়েছে । সেখানেই চিকিৎসা চলছে । স্বাস্থ্য বিভাগ প্রকাশিত তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা 59 । হাসপাতালে 51 জনের চিকিৎসা চলছে ।

আক্রান্তদের মধ্যে ছয়জন শক্তিপুরের । প্রত্যেকেই মহারাষ্ট্র থেকে ফিরেছেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর । অন্য তিনজন সাগরদিঘির বাসিন্দা । তাঁরা অন্য রাজ্যে কাজ করতেন । সম্প্রতি জেলায় ফিরেছেন । আপাতত জেলায় মোট আক্রান্তের সংখ্যা 59 । একজনের মৃত্যু হয়েছে ।

মুর্শিদাবাদের প্রায় 80হাজার মানুষ ভিনরাজ্যে কাজ করতেন । ইদের আগেই তাঁদের অধিকাংশকে জেলায় ফিরিয়ে আনা হয়েছে । আশঙ্কা ছিল, পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরলে বাড়তে পারে সংক্রমণ । এখন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত জেলাবাসী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.