ETV Bharat / state

Dakche School Campaign in Murshidabad : পড়ুয়াদের ফেরাতে ‘ডাকছে স্কুল’ প্রচারে জেলা প্রশাসন

author img

By

Published : Dec 2, 2021, 9:59 PM IST

back to school
পড়ুয়াদের ফেরাতে বাড়ি বাড়ি বিডিও

টানা প্রায় 20 মাস বন্ধ থাকার পর রাজ্যে আবার খুলেছে স্কুল । যদিও এই দীর্ঘ সময়ে স্কুলমুখী না হওয়ায় প্রত্যন্ত গ্রামে অনেকের পড়ার অভ্যাসই নষ্ট হয়ে গিয়েছে ৷ তাদের স্কুলমুখী করতে এবার ‘ডাকছে স্কুল’ শিরোনামে প্রচার শুরু করল মুর্শিদাবাদ জেলা প্রশাসন (Murshidabad District Administration starts Dakche School Campaign)।

সামশেরগঞ্জ , 2 ডিসেম্বর : করোনা সংক্রমণের কারণে গত বছরের মার্চ মাস থেকেই বন্ধ রাজ্যের স্কুলগুলি ৷ মাঝে স্বল্প সময়ের জন্য স্কুল খুললেও করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য ফের তা বন্ধ হয়ে যায় ৷ করোনা সংক্রমণ কমায় সদ্য শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস (Schools Reopen in Bengal) ৷ দীর্ঘ কুড়ি মাস ছাত্র-ছাত্রীরা স্কুলমুখী হয়নি । প্রত্যন্ত গ্রামে অনেকের পড়ার অভ্যাসই নষ্ট হয়ে গিয়েছে ৷ অনেকেই আবার সংসারে সাহায্য করতে কাজে নেমেছে । ফলে স্কুল খুললেও এখনও ক্লাসে দেখা নেই বহু পড়ুয়ার । ফলে ‘ডাকছে স্কুল’, এই শিরোনামেই এবার পড়ুয়াদের স্কুলে ফেরাতে মাঠে নেমেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন (Murshidabad District Administration starts Dakche School Campaign) । আজ এলাকার বিডিওরা পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তাদের স্কুলে ফেরাতে উদ্যোগ নিয়েছেন । গোটা জেলাজুড়ে চলছে এই কর্মসূচি ।

মুর্শিদাবাদে 727 জন পড়ুয়ার বাড়িতে গিয়ে দেখা গিয়েছে, 52 জন ছাত্রীর প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে হয়ে গিয়েছে । 75 জন পড়ুয়া কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিয়েছে । এবার তাদের স্কুলে ফেরাতে ‘ডাকছে স্কুল’ শিরোনামে প্রচার শুরু করল জেলা প্রশাসন ।

আরও পড়ুন : Mobile School in Murshidabad : পড়ুয়াদের বইমুখী করতে পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ স্কুল

‘ডাকছে স্কুল’ শিরোনামে প্রচার শুরু করল মুর্শিদাবাদ জেলা প্রশাসন ৷

বৃহস্পতিবার সামসেরগঞ্জ ব্লকের চাচন্ড বাসুদেবপুর জালাদিপুর হাইস্কুলের শিক্ষকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যান বিডিও । উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মেজাউর রহমান-সহ এলাকার অন্যান্য বিশিষ্টজনেরা । বিডিও এবং স্কুলের শিক্ষকদের অভিনব এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এলাকাবাসী । শুধু সামশেরগঞ্জ নয়, জেলার 26টি ব্লকের বিডিওদের এই নির্দেশ দিয়েছেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.