ETV Bharat / state

migrant workers : করোনা রিপোর্ট পেতে হাসপাতালে রাত জেগে লাইন পরিযায়ী শ্রমিকদের

author img

By

Published : Aug 1, 2021, 7:24 PM IST

s
s

রাতে ডোমকল মহকুমা হাসপাতালে পরিযায়ী শ্রমিকদের লম্বা লাইন দেখে অনেকেই অবাক হচ্ছেন । শ্রমিকদের বক্তব্য, করোনা নেগেটিভ রিপোর্ট না থাকলে অন্য রাজ্যে ঢুকতে দেবে না । হাসপাতাল থেকে টেস্ট রিপোর্ট পাওয়ার আশায় রাত জেগে লাইন দিচ্ছি ।

ডোমকল, 1 অগাস্ট : ভিন রাজ্যে পাড়ি দিতে গেলে লাগছে কোভিড নেগেডিভ রিপোর্ট ৷ তাতেই বিপাকে পড়ছেন পরিযায়ী শ্রমিকরা । এদিকে হাসপাতালে একদিনে 15 জনের বেশি কোভিড পরীক্ষা করানো হচ্ছে না । টেস্ট রিপোর্ট না মেলায় অনেকের টিকিট বাতিলও হয়েছে । কোভিড নেগেটিভ টেস্ট রিপোর্ট পেতে তাই রাত জেগেই হাসপাতালে লাইন দিতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের ।

রাতে ডোমকল মহকুমা হাসপাতালে পরিযায়ী শ্রমিকদের লম্বা লাইন দেখে অনেকেই অবাক হচ্ছেন । শ্রমিকদের বক্তব্য, করোনা নেগেটিভ রিপোর্ট না থাকলে অন্য রাজ্যে ঢুকতে দেবে না । হাসপাতাল থেকে টেস্ট রিপোর্ট পাওয়ার আশায় রাত জেগে লাইন দিচ্ছি । মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকের সংখ্যা 13 লাখের আশপাশে । তার মধ্যে কয়েক হাজার শ্রমিক ট্রেনের টিকিট কেটে বসে রয়েছেন, নেগেটিভ রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় । তাড়াতাড়ি রিপোর্ট পেতে রাত জেগে হাসপাতালে লাইন দিচ্ছেন ।

আরও পড়ুন: মুম্বইয়ে দুর্ঘটনায় মৃত 4 শ্রমিকের দেহ ফিরল মুর্শিদাবাদের গ্রামে

মুর্শিদাবাদের মহকুমা হাসপাতাল এখন এমন পরিযায়ী শ্রমিকের ভিড়ে ঠাসা । করোনা নেগেটিভ রিপোর্টই পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্যের পাসপোর্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.