ETV Bharat / state

Man Shot Dead: মাছ ধরাকে কেন্দ্র করে বচসার জেরে প্রাণ গেল ব্যক্তির, আহত চার

author img

By

Published : Apr 17, 2023, 9:54 PM IST

Man death in shootout
মাছ ধরাকে কেন্দ্র করে বচসা

মাছ ধরাকে কেন্দ্র করে বচসার জেরে মুর্শিদাবাদে চলল গুলি ৷ প্রাণ গেল 57 বছরের ছুন্নাত শেখের ৷

মাছ ধরাকে কেন্দ্র করে বচসার জেরে প্রাণ গেল ব্যক্তির

মুর্শিদাবাদ, 17 এপ্রিল: মাছ ধরাকে কেন্দ্র করে বচসা দুই পরিবারের ৷ তার জেরে নামাজ পড়ে বেরোনো মাত্রই অপর পক্ষ গুলি চালাল ৷ ঘটনায় মৃত এক, জখম চার । সোমবার সকালে মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারি চাইপাড়া এলাকার ঘটনা । মৃতের নাম ছুন্নাত শেখ (57) । তাঁদের সকলের বাড়ি খয়রামারি টিকটিকি পাড়া এলাকায় । ঘটনার পর ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ ।

জানা গিয়েছে, রবিবার রাতে খয়রামারি দিয়াড় বিলে মাছ ধরতে যায় ছুন্নাত শেখের ছেলে মুর্সেলিম । সেখানে তিনি একটি মাছ পান এবং বাড়ি ফিরে আসেন । তখনই প্রতিবেশী আবুল শেখ, মফিক শেখ, সফিক শেখ-সহ বেশ কয়েকজন তাঁর উপর চড়াও হয় । তাদের অভিযোগ, মুর্সেলিম বিলের নয় ৷ তাদের পুকুর থেকে মাছ ধরেছেন । অপরদিকে মৃতের ছেলে মুর্সেলিম শেখের অভিযোগ, সোমবার সকালে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় পিস্তল ও ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হয় সকলের উপর । এক এক করে পাঁচজন জখম হয় । অভিযুক্তরা তাঁর বাবার উপর গুলি চালায় ৷ তাতে তাঁর মৃত্যু হয় ।

আহতদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাদের মধ্যে দু'জনকে বহরমপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । সেখানে আশংকাজনক অবস্থায় রয়েছেন একজন । ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ । পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ । স্থানীয় হাসপাতালে ছুন্নাত শেখকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে । ঘটনায় জখম চারজন হলেন জাহিদুল ইসলাম, আমিনুল শেখ, শুকচাঁদ, সোহান শেখ এবং শাহিনুর শেখ । জাহিদুল ইসলামের অবস্থা তাঁদের মধ্যে আশংকাজনক ।

আরও পড়ুন: তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বিবাদের জেরে মারধর পৌরসভার কর্মীকে ! উদাসীন চেয়ারম্যান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.