ETV Bharat / state

দুটি অক্সিজেন প্ল্যান্ট চালু মুর্শিদাবাদ কোভিড হাসপাতালে

author img

By

Published : Jun 16, 2021, 11:00 AM IST

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন ৷ করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই সরকারি সাহায্যেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তৈরি হল দুটি অক্সিজেন প্ল্যান্ট ৷ প্ল্যান্টের উদ্বোধন করেন করোনায় মৃত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সন্দীপন মণ্ডলের স্ত্রী অবন্তিকা মার্জিত ।

দুটি অক্সিজেন প্ল্যান্ট চালু মুর্শিদাবাদ কোভিড হাসপাতালে
দুটি অক্সিজেন প্ল্যান্ট চালু মুর্শিদাবাদ কোভিড হাসপাতালে

মুর্শিদাবাদ,16 জুন: মুর্শিদাবাদ কোভিড হাসপাতালে চালু হল দুটি অক্সিজেন প্ল্যান্ট ৷ বহরমপুর সাংসদ তহবিল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করে দেওয়ার কথা বলেও পিছিয়ে আসতে হয়েছে অধীর চৌধুরীকে। কেন্দ্রের কাছ থেকে রাজ্যের অনুমোদন না মেলায় অধীরবাবুর স্বপ্ন পূরণ হয়নি। অবশেষে সরকারি সাহায্যেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তৈরি হল দুটি অক্সিজেন প্ল্যান্ট। মুর্শিদাবাদ কোভিড হাসপাতাল মাতৃসদনে এখন থেকে অক্সিজেনের সমস্যা কিছুটা মিটল বলে আশা করা হচ্ছে ।


মঙ্গলবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃসদন করোনা হাসপাতাল লাগোয়া অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয় । এদিন দুটি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হল করোনায় আক্রান্ত হয়ে মৃত চিকিৎসকের স্ত্রীর হাত দিয়ে । করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কেউই । আরও ভয়াবহ তৃতীয় ঢেউকে শক্ত হাতে মোকাবিলা করতে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এদিন যে দুটি প্ল্যান্টের উদ্বোধন করা হয় সেগুলো 'পিএসএ' যা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিয়ে সরবরাহ করবে আর অন্য দিকে 'এলএমও' যা তরল অক্সিজেন পাইপের মাধ্যমে সরবরাহ করবে।

এই দুই প্ল্যান্টের উদ্বোধন করেন করোনা আক্রান্ত হয়ে মৃত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সন্দীপন মণ্ডলের স্ত্রী অবন্তিকা মার্জিত । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি অমিয়কুমার বেড়া, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস।

দুটি অক্সিজেন প্ল্যান্ট চালু মুর্শিদাবাদ কোভিড হাসপাতালে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.