ETV Bharat / state

বড়ঞায় শিশুকে ধর্ষণের অভিযোগ

author img

By

Published : Dec 13, 2019, 3:18 PM IST

মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে ৷ ঘটনার পর থেকেই পলাতক সেই অভিযুক্ত শিক্ষক ৷ তার খোঁজে সন্ধান শুরু হয়েছে ৷

photo
প্রতিকী ছবি

বড়ঞা (মুর্শিদাবাদ), 13 ডিসেম্বর : পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে ৷ মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার ঘটনা ৷ থানায় অভিযোগ দায়ের করেছে ওই শিশুর মা ৷ বড়ঞা থানা সূত্রে খবর, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ৷ তার সন্ধান শুরু হয়েছে ৷

শিশুটির মা জানিয়েছেন, তাঁর পাঁচ বছরের কন্যা সন্তান পাড়ারই যুবক তীর্থ বায়েনের বাড়িতে টিউশন পড়তে যেত ৷ কয়েকদিন আগে থেকে তাঁর মেয়ে আর তীর্থর কাছে পড়তে যেতে চাইছিল না ৷ সন্দেহ হওয়ায় মেয়েকে সব জিজ্ঞেস করেন তিনি ৷ তখন ওই শিশুকন্যা সব কথা খুলে বলে ৷ গতকাল মেয়েকে কান্দি হাসপাতালে নিয়ে আসেন ৷ চিকিৎসকদের পরামর্শ মেনে তীর্থ বায়েনের নামে বড়ঞা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ৷ গতকাল থেকে কান্দি মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে ওই শিশু ৷

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তীর্থ বায়েন একজন প্রতিবন্ধী ৷ সে বাড়িতেই টিউশন পড়াত ৷ অভিযোগ দায়েরের পর থেকে তীর্থ ও তার বাড়ির লোকজন পলাতক ৷ শিশুটির মা তীর্থর সাজার দাবি তুলেছেন ৷ তিনি বলেন, "মেয়ে তীর্থর কাছে প্রাইভেট পড়তে যেত ৷ সেই সুযোগে তীর্থ এই কুকর্ম করেছে ৷ ওর সাজা হওয়া দরকার ৷ আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷"

Intro:৫ বছরের কন্যা শিশুকে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠল গৃহ শিক্ষকের বিরুদ্ধে।Body:৫ বছরের কন্যা শিশুকে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠল গৃহ শিক্ষকের বিরুদ্ধে।

বড়ঞা থানার অন্তর্গত কাপাশ ডাঙা গ্রামের ৫বছরের কন্যা শিশুকে গ্রামেরিই এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা কাপাসডাঙ্গা গ্রাম।
জানা যায় বিগত তিন বছর ধরে পরতে যেত ঐ শিক্ষকের কাছে। তিন চার দিন ধরে পড়তে যাবার নাম শুনলে ভয় পেতো আর বলতো না আমি যাবো না। মা যখন বার বার পড়তে যাবার জন্য বলতে থাকে তখন তার দিদার কানে বলে তীর্থ দাদা (শিক্ষক) তার সঙ্গে বাজে কাজ করে আর সেটা তুন দিন ধরে তাই সে পড়তে যাবে না বলে।
মেয়েটার মা সব সবকিছু জানতে পারায় তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় চিকিৎসার জন্য। ডাক্তারের চেম্বার বন্ধ থাকায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায় একমাস পাতালের চিকিৎসকরা বলেন এটা রেপ কেস থানায় অভিযোগ করতে হবে। মেয়েটার মা বড় থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে এবং সেইসঙ্গে মেয়ে কে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে সে চিকিৎসাধীন।
তাদের দাবি এরকম দুর্ব্যবহার করার জন্য তাকে যেন উপযুক্ত শাস্তি দেয়া হোক।
সেইসঙ্গে জানতে পারা যায় শিক্ষক তীর্থ বায়েন প্রতিবন্ধী। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি অভিযুক্ত পলাতক।Conclusion:মেয়েটার মা বড় থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে এবং সেইসঙ্গে মেয়ে কে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে সে চিকিৎসাধীন।
তাদের দাবি এরকম দুর্ব্যবহার করার জন্য তাকে যেন উপযুক্ত শাস্তি দেয়া হোক।
সেইসঙ্গে জানতে পারা যায় শিক্ষক তীর্থ বায়েন প্রতিবন্ধী। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি অভিযুক্ত পলাতক।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.