ETV Bharat / state

Trinamool Congress: মুর্শিদাবাদে জেলা নেতৃত্বের বিরুদ্ধে বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা তৃণমূলের চার বিধায়কের

author img

By

Published : Jun 15, 2023, 6:44 PM IST

Updated : Jun 15, 2023, 8:22 PM IST

বৃহস্পতিবার মুর্শিদাবাদের রেজিনগরে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের চার বিধায়ক ৷ তাঁদের তরফে পঞ্চায়েত ভোটে প্রার্থী করা নিয়ে দলের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছেন তাঁরা ৷

Trinamool Congress
Trinamool Congress

মুর্শিদাবাদে জেলা নেতৃত্বের বিরুদ্ধে বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা তৃণমূলের চার বিধায়কের

রেজিনগর (মুর্শিদাবাদ), 15 জুন: পঞ্চায়েত ভোট নিয়ে এবার মুর্শিদাবাদে শুরু তৃণমূলের গৃহযুদ্ধ । রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে দলের জেলা চেয়ারম্যান অপূর্ব সরকার ও জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়ের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের চার বিধায়ক ৷ সেই তালিকায় রয়েছেন হুমায়ুন কবীর, রবিউল আলম চৌধুরী, আবদুর রাজ্জাক ও সাহিনা মমতাজ খান । নওদা, জলঙ্গি ও রেজিনগরের বিধায়কদের পাশে বসিয়ে ভরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবীর জানালেন, প্রতীক না পেলে তাঁদের মনোনীত প্রার্থীরা নির্দল হিসেবে তৃণমূলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াই করবে ৷

বৃহস্পতিবার রেজিনগরে সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবীর বলেন, ‘‘ব্লক সভাপতিদের 90 শতাংশ আসন দেওয়া হয়েছে । সেখানে বিধায়কদের ঝুলিতে বরাদ্দ মাত্র দশ শতাংশ আসন । এই বৈষম্য কেন ? তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যাঁদের প্রার্থী হিসেবে মনোনীত করেছি, তাঁরা দলের প্রতীক না পেলে নির্দল হয়ে লড়বেন ।’’ বিধায়কদের অভিযোগ, তাঁদের গুরুত্ব না দিয়ে জেলা সভানেত্রী ও চেয়ারম্যান নিজের মনের মতো প্রার্থী তালিকা ঘোষণা করেছেন । তবে টাকার বিনিময়ে প্রার্থী তালিকায় রদবদল হয়েছে কি না, সেই বিষয়ে সরাসরি মুখ খোলেননি হুমায়ুন কবীর ।

উল্লেখ্য, নবজোয়ার যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায় স্পষ্টভাবেই জানিয়েছেন, দলের বিরুদ্ধে কেউ নির্দল প্রার্থী খাড়া করলে তাঁকে রেয়াত করা হবে না । অথচ মুর্শিদাবাদের চার বিধায়ক স্রোতের প্রতিকূলে গিয়েই এই পদক্ষেপ করলেন । হুমায়ুন কবীরের দাবি, ‘‘অন্য জেলায় যা শাস্তি হবে আমরাও সেই শাস্তি মেনে নেব । আমাদের মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের হয়েই মনোনয়ন দাখিল করেছে । দল যদি ফর্ম বি (প্রতীক) না দেয় তাহলে তাঁরা নির্দল প্রতীকেই লড়বেন ।’’ সেই তালিকায় হুমায়ুন কবীরের ছেলেও রয়েছেন ।

যদিও এই বিষয়ে অপূর্ব সরকার বা শাওনি সিংহ রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন: রণক্ষেত্র ডোমকলে তৃণমূল নেতার কোমরে মিলল পিস্তল, মনোনয়নের দ্বিতীয়দিনেও উত্তাল রাজ্যের একাধিক জায়গা

Last Updated : Jun 15, 2023, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.