ETV Bharat / state

Migrant Labourers Death in UP: গাজিয়াবাদে মৃত পরিযায়ী শ্রমিক পরিবারে রাজ্যের তরফে আর্থিক সাহায্য তুলে দিলেন ফিরহাদ

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 6:07 PM IST

Etv Bharat
মৃত পরিযায়ী শ্রমিক পরিবারে রাজ্যের তরফে আর্থিক সাহায্য তুলে দিলেন ফিরহাদ হাকিম

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে রাজমিস্ত্রির কাজে গিয়ে মৃত তিন পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করলেন ফিরহাদ হাকিম ৷ শনিবার ওই শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন ৷

মৃত পরিযায়ী শ্রমিক পরিবারে রাজ্যের তরফে আর্থিক সাহায্য তুলে দিলেন ফিরহাদ হাকিম

জঙ্গিপুর, 27 অগস্ট: রাজ্যে কর্মসংস্থানের অভাব । কাজ না পেয়ে শ্রমিকদের ভিনরাজ্যে যাওয়া নিয়ে রাজ্য সরকারকেই দুষছে সবাই । এই অবস্থায় গাজিয়াবাদে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের মৃত তিন পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়াল রাজ্য সরকার ।

শনিবার রাত 10টা নাগাদ মৃত সামশেরগঞ্জের ধূলিয়ানে দুই শ্রমিকের বাড়ি আসেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । মৃত শুভঙ্কর রায় এবং গোকুল মণ্ডলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য বাবদ 2 লক্ষ টাকার চেক তুলে দেন । পাশাপাশি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের পক্ষ থেকে 1 লক্ষ টাকা, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের পক্ষ থেকে 1 লক্ষ টাকা এবং ধূলিয়ান পৌরসভার পক্ষ থেকে 50 হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়েছে । এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র ।

গাজিয়াবাদে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং ফরাক্কার গোকুল মণ্ডল(44), শুভঙ্কর রায়(31) এবং ইসরাইল শেখ(33) নামে তিন শ্রমিকের । শনিবার বাড়িতে ফেরে তাঁদের কফিনবন্দি দেহ ।

এদের মধ্যে গোকুল মণ্ডলের বাড়ি সামশেরগঞ্জের ধূলিয়ান পৌরসভা এলাকার 15 নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাঁটি এলাকায় । শুভঙ্করের বাড়ি ধূলিয়ানের 16 নম্বর ওয়ার্ডের বেতবোনা গ্রামে । ইসরাইল ফরাক্কা থানার ইমামনগরের বাসিন্দা । শনিবার ধূলিয়ানের মৃত দুই পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন ফিরহাদ হাকিম ।
মুর্শিদাবাদ জেলার প্রায় তিন লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে রয়েছে । তাদের তথ্য সংগ্রহ করতে শুরু করেছে জেলা প্রশাসন । পরিযায়ী শ্রমিকদের পরিবারের দাবি, রাজ্যে কর্মসংস্থান থাকলে জীবনের ঝুঁকি নিয়ে কাউকে বাইরে যেত হত না । এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিযায়ী শ্রমিকদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণদানের কথা ঘোষণা করেছেন ।

আরও পড়ুন : গাজিয়াবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.