ETV Bharat / state

Erosion in Ganga: সামশেরগঞ্জে গঙ্গার ভাঙনে তলিয়ে গেল শতবর্ষ প্রাচীন কালীমন্দির-সহ সাতটি বাড়ি

author img

By

Published : Oct 17, 2022, 12:43 PM IST

সামশেরগঞ্জ-সহ মুর্শিদাবাদের গঙ্গা তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় ভাঙন (Erosion in Ganga) নিত্যদিনের সমস্যা ৷ প্রায়ই জলের তলের চলে যায় জমি, বাড়ি-সহ আরও অনেক কিছু ৷ তেমন ভাবে রবিবার কালীমন্দির-সহ সাতটি বাড়ি তলিয়ে গেল গঙ্গায় ৷

erosion-in-ganga-has-submerged-seven-houses-and-one-kali-temple
Erosion in Ganga: সামশেরগঞ্জে গঙ্গার ভাঙনে তলিয়ে গেল শতবর্ষ প্রাচীন কালীমন্দির-সহ সাতটি বাড়ি

সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ), 17 অক্টোবর : ভাঙনের (Erosion in Ganga) কবলে গভীর রাতে গঙ্গায় তলিয়ে গেল শতবর্ষ প্রাচীন কালীমন্দির । পাশাপাশি একই দিনে গঙ্গাগর্ভে তলিয়ে গেল দু’টি দোতলা বাড়ি ৷ এছাড়াও তলিয়ে গিয়েছে আরও পাঁচটি বাড়ি ।

এর ফলে ভাঙনের প্রবল আতঙ্কে এলাকা ছাড়ছেন মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার মহেশটোলার বাসিন্দারা । দুর্গত মানুষদের সব ক্ষোভ গিয়ে আছড়ে পড়ছে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উপর । জঙ্গিপুর (Jangipur) লোকসভা কেন্দ্রের সাংসদ তথা জঙ্গিপুরের সাংগঠনিক জেলা তৃণমূল (Trinamool Congress) সভাপতি খলিলুর রহমান বলেন, ‘‘সমস্যার কথা কেন্দ্রীয় জলসম্পদ দফতরে জানিয়েছি । লোকসভার (Lok Sabha) অধিবেশনে বিষয়টি তুলব ।’’

সামশেরগঞ্জে গঙ্গার ভাঙনে তলিয়ে গেল শতবর্ষ প্রাচীন কালীমন্দির-সহ সাতটি বাড়ি

এদিকে টানা একমাস ধরে সামশেরগঞ্জ এলাকায় ভাঙনের আতঙ্ক তীব্র হয়েছে । ইতিমধ্যে কয়েকটি লিচু ও আম বাগান-সহ জলে তলিয়ে গিয়েছে কয়েকশো বিঘা কৃষিজমি । লাগাতার জলে তলিয়ে যাচ্ছে শয়ে শয়ে বাড়ি । রবিবার হাজার মানুষের চোখের সামনে তলিয়ে গিয়েছে একটি দোতলা পাকা বাড়ি । একই দিনে আরও একটি দোতলা বাড়ি-সহ সাতটি বাড়ি গঙ্গাগর্ভে গিয়েছে ।

এদিন গভীর রাতে প্রাচীন কালীমন্দির তলিয়ে গেল গঙ্গায় । ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষ । তাঁদের অভিযোগ, হাজার হাজার মানুষের দুর্ভোগ কেউ তাকিয়ে দেখে না ।

আরও পড়ুন : গঙ্গা ভাঙনে তলিয়ে গেল স্কুল, আতঙ্কে মালদার মানিকচক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.