ETV Bharat / state

Child Fever : মুর্শিদাবাদে সরকারি হাসপাতালে জ্বরে আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা বাড়ছে

author img

By

Published : Oct 12, 2021, 1:19 PM IST

মুর্শিদাবাদে জ্বরে আক্রান্ত শিশুর পাশে তার অভিভাবক
মুর্শিদাবাদে জ্বরে আক্রান্ত শিশুর পাশে তার অভিভাবক

সর্দি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে শিশু ভর্তির সংখ্যা ক্রমশ বাড়ছে মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ চিকিৎসকরা এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই জানালেও ভয় কাটছে না অভিভাবকদের ৷

বহরমপুর, 12 অক্টোবর : জ্বরে আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা বাড়ছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । গত 24 ঘণ্টায় নতুন করে জ্বর, সর্দি, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বেশ কিছু শিশু ভর্তি হয়েছে এই হাসপাতালের শিশু চিকিৎসা বিভাগে । তার মধ্যে 33 জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাদের আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে ।

মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি (Medical Superintendent cum Vice Principal, MSVP) ডাঃ অজয় বেরা জানান, এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই । আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে মেডিক্যাল কলেজে । চিকিৎসকেরা যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চালাচ্ছেন ।

জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে মুর্শিদাবাদে

আরও পড়ুন : Child Fever : উত্তরে লাফিয়ে বাড়ল জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা, উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত আরও 6

তিনি বলেন, "প্রতি বছর পুজোর সময় বেশি সংখ্যক শিশু হাসপাতালে ভর্তি হয় ৷ 2017, 18, 19-এর পরিসংখ্যানে দেখা যাবে এর তুলনায় বেশি সংখ্যক শিশু ভর্তি হয়েছিল ৷ কোভিডের সময় 2020 নাগাদ শিশুদের সংখ্যা কম ছিল ৷" তিনি জানিয়েছেন, আজ পর্যন্ত হাসপাতালে 153 জন শিশু ভর্তি রয়েছে, যা গতকালের তুলনায় কম ৷ এর মধ্যে 33 জনের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে ৷ তিনি আরও বলেন, "এর সঙ্গে অজানা রোগের কোনও ব্যাপার নেই ৷ এটা ভাইরাল ৷ আর গত 24 ঘণ্টায় মৃত্য়ুর সংখ্যা 0 ৷ তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ৷"

চিকিৎসকদের দাবি, বেশ কয়েকটি শিশুকে ইতিমধ্যে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে । এখন যে ক'জন শিশু রয়েছে, তারও অধিকাংশ সুস্থতার দিকে ফিরছে । চিকিৎসকরা আশ্বস্ত করলেও বাচ্চাদের অভিভাবকদের দুশ্চিন্তা দূর হচ্ছে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.