ETV Bharat / state

TMC Factionalism: প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দন্দ্ব, তালিকা প্রকাশের আগে রেগে বৈঠক ছাড়লেন চেয়ারম্যান

author img

By

Published : Apr 12, 2023, 9:47 PM IST

তৃণমূলের সাংগঠনিক জেলা কমিটির নতুন তালিকা প্রকাশের আগে রেগে সাংবাদিক বৈঠক ছাড়লেন চেয়ারম্যান ৷ ঘটনার জেরে প্রকাশ্যে শাসকদলের অন্তর্দন্দ্ব ৷

TMC Factionalism
সাংগঠনিক জেলা কমিটি

তালিকা প্রকাশের আগে রেগে বৈঠক ছাড়লেন চেয়ারম্যান

বহরমপুর, 12 এপ্রিল: বুধবার বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা হচ্ছিল ৷ তবে ঘোষণার আগেই চেয়ার ছেড়ে বেরিয়ে গেলেন কমিটির চেয়ারম্যান তথা মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান । প্রায় রাগান্বিত হয়েই চেয়ার এবং সভাকক্ষ ছেড়ে উঠে যান তিনি । এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সমন্ময়ের অভাব প্রকাশ্যে চলে এসেছে । পরে সাংবাদিকদের সামনে আবু তাহের খান বলেন, "আমাকে কিছুই জানানো হয়নি । চেয়ারম্যান হিসাবে আগে তালিকা দেখার অধিকার আমার আছে । আমার সঙ্গে নূন্যতম আলোচনাও করা হয়নি । কেন তালিকা দেখানো হল না জানি না । আমি বিষয়টি রাজ্য কমিটিতে জানাব।"

বহরমপুর ইউনিটের সাংগঠনিক সভানেত্রী শাওনি সিংহ রায়ের বক্তব্য, কেন উনি সাংবাদিক বৈঠক ছেড়ে উঠে গেলেন তিনিই বলতে পারবেন । তবে নতুন কমিটিতে চেয়ারম্যানের দেওয়া নাম রয়েছে । তিনি জানান, রাজ্য থেকে তালিকা পাঠিয়ে তাঁকে প্রকাশ করতে বলেছে । পঞ্চায়েত ভোটের আগে রদবদল করা হচ্ছে জেলা কমিটিগুলিতে । অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দলের মধ্যে সমন্বয় রেখে, পুরাতনদের যোগ্য মর্যাদা দিয়েই নতুন জেলা কমিটি গঠন করা হোক । কিন্তু শুরুতেই সুর কাটল তৃণমূলের ঐক্যে । সাংবাদিক বৈঠক ছেড়ে গোঁসা করেই বেরিয়ে গেলেন জেলা কমিটির চেয়ারম্যান ।

বুধবার বেলা 11টা 30মিনিট নাগাদ মুর্শিদাবাদ বহরমপুর ইউনিটের জেলা কমিটি ঘোষণার কথা ছিল । ঘোষণা করার জন্য জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায় সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় কমিটির তালিকা দেখে নেন মুর্শিদাবাদ তৃণমূল সাংসদ আবু তাহের খান । সেই তালিকা দেখেই তিনি চেয়ার ছেড়ে উঠে পড়েন এবং বলেন তাঁকে না-জানিয়েই এই কমিটি গঠন করা হয়েছে । এই বলেই তিনি বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের বাইরে চলে আসেন । জেলা তৃণমূল সভানেত্রী শাওনি সিংহ রায় এরপর রাজ্যের দেওয়া তালিকা ঘোষণা করেন ।

শাওনি সিংহ রায় বলেন, "এই বিষয়ে তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবেন ।" এদিন বহরমপুর ইউনিটের 13টি বিধানসভাকে নিয়ে 211 জনের জেলা কমিটি প্রকাশ করা হয়েছে । সেই তালিকায় জায়গা পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা সময়ের বেশ কয়েকজন । যারা এতদিন দলে ব্রাত্য হয়েছিলেন । তবে পঞ্চায়েত ভোটের আগেই ছন্দপতন তৃণমূলের অন্দরে । দলীয় ক্ষোভের বহিপ্রকাশ হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে । চেয়ারম্যান ও সভানেত্রীর মধ্যে মতের অমিল পঞ্চায়েত ভোটে কুপ্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে ।

আরও পড়ুন: বিজেপিকে ভোট দিয়ে করা পাপের প্রায়শ্চিত্ত করতে চান বাঁকুড়ার মানুষ, মত অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.