ETV Bharat / state

ফের আলটপকা মন্তব্যের জেরে বিতর্কে জড়ালেন হুমায়ুন কবীর

author img

By

Published : Jun 29, 2021, 12:29 PM IST

রাজনৈতিক মহলে বিতর্কিত নেতা বলেই বেশি পরিচিত বর্তমানে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ৷ কংগ্রেসে থাকতে অধীর চৌধুরীর বিরুদ্ধে, তৃণমূলে গিয়ে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ৷ বারে বারে দলবদল করেছেন ৷ এবার বিধানসভায় জিতে এসেই জেলাস্তরে দলের ভিতরে আমূল পরিবর্তন হবে বলে হইচই বাধালেন হুমায়ুন ৷

বিতর্কে জড়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর
বিতর্কে জড়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

মুর্শিদাবাদ, 29 জুন : বিতর্ক পিছু ছাড়ে না তাঁর । ফের দলের অভ্যন্তরে আলটপকা মন্তব্যের জেরে বিতর্কে জড়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । ভরতপুর বিধানসভা কেন্দ্রের সালারে দলীয় কার্যালয়ের উদ্বোধন করতে এসে তিনি বলেন, ‘‘এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি-সহ বিভিন্ন পদে রদবদল করা হবে । ঢেলে সাজানো হবে ভরতপুর বিধানসভা এবং সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাব আমি ।’’ এই মন্তব্যে জেলা রাজনীতিতে জলঘোলা শুরু হয়েছে । তাঁর এই ঘোষণার সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আবু তাহের খান বলেন, "উনি বরাবর বিতর্কিত ব্যক্তিত্ব । প্রথমে এসেই যে ভাবে ব্যাটিং করতে শুরু করেছেন, তা উচিত নয় ।"

মুর্শিদাবাদ জেলায় বিতর্কিত মন্তব্য আর হুমায়ুন কবীরকে সমার্থক হিসাবে দেখে রাজনৈতিক মহল । অধীর চৌধুরীকে গাছে বেঁধে পেটানোর মন্তব্যে শোরগোল ফেলে দিয়েছিলেন এক সময় । পরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন রেজিনগরের প্রাক্তন বিধায়ক । তৃণমূলে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করে পাঁচ বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড হতে হয়েছিল । পরে বিজেপিতে গিয়েও একাধিক বিতর্কিত মন্তব্যে গেরুয়া শিবিরে গুরুত্বহীন হয়ে পড়েন । আবার কংগ্রেসে যোগ দেন এবং ফের কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসেন ৷ ভরতপুর বিধানসভা থেকে বিধায়ক হন ৷

আরও পড়ুন : মানবাধিকার কমিশনের মুখ্যসচিব পরিচয়ে টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার ব্যক্তি

এদিন হুমায়ুন বলেন, "এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদের সমস্ত সংগঠনে রদবদল করা হবে । ২৬টি ব্লকের সভাপতি-সহ জেলা-সভাপতিকে বদলানো হবে ।" এবং সেই বদলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন তিনি । পরিবর্তনে বাদ যাবে না ভরতপুরও । তাঁর এই রদবদলের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আবু তাহের খান বলেন, "উনি বরাবর বিতর্কিত ব্যক্তিত্ব । প্রথম থেকে যেভাবে ব্যাটিং করতে চাইছেন, একটা শৃঙ্খলাপরায়ণ দলে এই ধরনের মন্তব্য করা উচিত নয় । তিনি বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস করেছেন ৷ এসেই যদি মনে করেন দলের সবকিছু আমূল বদলে দেব, সেটা অদ্ভুত কথা ৷ দল আছে, দলের ইনফ্রাসট্রাকচার আছে একটা ৷ বিধায়ক দলের সমস্ত কিছু নন ৷ সুতরাং দলকে সম্মান দিন ৷ যাঁরা দীর্ঘদিন ধরে দলটিকে প্রতিষ্ঠিত করেছেন, যাঁরা দীর্ঘদিন লড়াই করেছেন, যাঁরা দীর্ঘদিন দায়িত্ব নিয়ে ভরতপুরে দল পরিচালনা করেছেন, আমি ক্ষমতায় এসেই তাঁদের সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে দেব, এটা ঠিক নয় ৷"

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এই মন্তব্যের জন্য হুমায়ুন কবীরকে শোকজ করার পরিকল্পনা নিয়েছে দল । পাশাপাশি তাঁর বক্তব্যের ভিডিয়ো ক্লিপ পাঠানো হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে । হুমায়ুনের মন্তব্য ঘিরে সরগরম জেলা রাজনীতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.