ETV Bharat / state

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত জঙ্গিপুরের সংযুক্ত মোর্চা প্রার্থী প্রদীপ নন্দী

author img

By

Published : Apr 16, 2021, 7:28 PM IST

Updated : Apr 17, 2021, 7:45 AM IST

বেশ কয়েক দিন ধরেই প্রদীপবাবু শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন ৷ বুধবার তাঁর লালারস পরীক্ষায় কোভিড রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপরই আর কোনও ঝুঁকি নেননি পরিবারের লোকেরা ৷ বৃহস্পতিবারই তাঁকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয় ৷

আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী
আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী

জঙ্গিপুর, 15 এপ্রিল : করোনা আক্রান্ত হয়ে প্রয়াত জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী ৷ বুধবার তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে ৷ বৃহস্পতিবার সকালে প্রদীপ নন্দীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের মাতৃসদন কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ কিন্তু তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমতে থাকে ৷ আজ হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ৷

বেশ কয়েক দিন ধরেই প্রদীপবাবু শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন ৷ বুধবার তাঁর লালারস পরীক্ষায় কোভিড রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপরই আর কোনও ঝুঁকি নেননি পরিবারের লোকেরা ৷ বৃহস্পতিবারই তাঁকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয় ৷

গতকাল সকালেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজ়াউল হকের ৷ মঙ্গলবার তাঁর করোনার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ সঙ্গে সঙ্গে তাঁকে জঙ্গিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার অবনতি হওয়ায় বুধবার রাতে তাঁকে কলকাতা রেফার করা হয় । সেখানেই মৃত্যু হয় রেজ়াউল হকের ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল মুর্শিদাবাদ জেলা ৷ সর্বত্রই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ রেজ়াউল হক ছাড়াও মুর্শিদাবাদে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ধুলিয়ান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবল সাহার ৷ তারপর আজ মৃত্যু হল জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর ৷

Last Updated : Apr 17, 2021, 7:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.