ETV Bharat / state

জলঙ্গীতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : Apr 15, 2021, 2:02 PM IST

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল ৷ ঘটনার জেরে গুরুতর জখম 2 জন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ ৷

জলঙ্গি , 15 এপ্রিল : বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। জলঙ্গি থানার হুকাহারা এলাকার ঘটনা ৷ ঘটনায় জখম অন্তত ছ'জন। গুরুতর আহত দুই বিজেপি কর্মী ৷ আহতদের ভর্তি করা হয়েছে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

বুধবার রাতের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে । ঘটনায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপ প্রধান সহ ছজনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে হুকাহারা গ্রামে দলীয় ফেস্টুন লাগাচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির সমর্থকদের অভিযোগ, সেই সময় পঞ্চায়েতের উপ প্রধান মোমিন খানের নেতৃত্বে তাদের উপর লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ঘটনায় জখম হন মোট ছ'জন।

আরও পড়ুন : শীতলকুচিতে বিজেপি কর্মীদের উপর হামলা, অভিযুক্ত তৃণমূল

দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলঙ্গি থানার পুলিশ। পুলিশ গুরুতর জখম দুই আহত বিজেপি কর্মীকে স্থানীয় সাদিখানদেয়ার হাসপাতালে ভর্তি করে ৷ পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। যদিও ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.