ETV Bharat / state

মুর্শিদাবাদে প্রায় তিন কোটি টাকার মাদক-সহ হদিস মাদক তৈরির কারখানা

author img

By

Published : Jan 14, 2021, 8:03 PM IST

এসটিএফ ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ যৌথ উদ্যোগে রঘুনাথগঞ্জ থানার গনকরে মাটির তলায় হদিশ পেল ব্রাউন সুগার তৈরির কারখানা । সঙ্গে প্রায় তিন কোটি টাকার মাদক তৈরির কাঁচামাল-সহ গ্রেপ্তার করা হয়েছে দুই মাদক কারবারিকে ।

drug factory
মাদক তৈরির কারখানা

রঘুনাথগঞ্জ, 14 জানুয়ারি : প্রায় তিন কোটি টাকার মাদক তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করল পুলিশ । এসটিএফ ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে হদিস পেল আন্ডার গ্রাউন্ড ব্রাউন সুগার তৈরির কারখানা । রঘুনাথগঞ্জ থানার গনকরে মাটির তলায় তৈরি করা হয়েছিল ওই কারখানা । ঘটনায় জড়িত দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের নাম তোফাজুল হক ও আনারুল ইসলাম । দুজনেরই বাড়ি লালগোলা থানা এলাকায় । বৃহস্পতিবার দুজনকে মাদক আইনের বিশেষ আদালতে হাজির করা হয় ।

স্পেশাল টাস্ক ফোর্স ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গণকরে অভিযান চালায় । গ্রামের এক সীমান্তে মাটির তলায় আন্ডার গ্রাউন্ড একটি ঘরে চলত মাদক তৈরির কারবার । এখান থেকে তৈরি ব্রাউন সুগার রাজ্যে ও দেশের বাইরে সর্বত্র পাচার করা হত । ধৃত দুই মাদক কারবারি রাজস্থান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেই কারবার চালাত বলে প্রাথমিক জেরায় জানতে পেরেছে পুলিশ । কারখানায় হানা দিয়ে পুলিশ এক কেজি 250 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে । বাজেয়াপ্ত করা হয়েছে 150 কেজি সোডিয়াম কার্বনেট, 85 কেজি এমোনিয়াম ক্লোরাইড, 55 লিটার এসেটিক এনহাইড্রাইড । ওই মাদক তৈরির কারখানা থেকে উদ্ধার হয়েছে নগদ 12 লাখ টাকা ।

আরও পড়ুন : ঘোলায় কয়েক কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার 2

পুলিশের অনুমান দীর্ঘদিন থেকেই গোপনে এই কারখানা চালাচ্ছিল বেশ কয়েকজন । আজ কারখানার হদিস মেলায় গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । এই চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলেই জেরায় জানতে পেরেছে পুলিশ । বাকিদের ধরতে পুলিশ তদন্তে নেমেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.