ETV Bharat / state

বেলডাঙার বেগুনবাড়ি এলাকা থেকে উদ্ধার 230টি তাজা বোমা

author img

By

Published : May 28, 2020, 5:56 PM IST

দু'দিনে মোট 230টি তাজা বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের বেলডাঙা থানার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের হিজুলি মাঠপাড়া এলাকা থেকে ।

উদ্ধার 230টি তাজা বোমা
উদ্ধার 230টি তাজা বোমা

বেলডাঙা, 28 মে : মুর্শিদাবাদের বেলডাঙা থানার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের হিজুলি মাঠপাড়া এলাকা থেকে উদ্ধার হল 120টি তাজা বোমা । গতকালও এই এলাকা থেকে উদ্ধার হয় 110টি তাজা বোমা ।

উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে । কী কারণে এত বোমা গ্রামে মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ । এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ।

বেগুনবাড়ি এলাকায় রাজনৈতিক সংঘর্ষ লেগেই থাকে । উত্তেজনার আঁচ পেয়ে গ্রামে দু'দিন ধরে তল্লাশি শুরু করেছে পুলিশ । গতকাল হিজুলি মাঠপাড়া এলাকা থেকে উদ্ধার হয় 110টি তাজা বোমা । আজ দ্বিতীয়বার তল্লাশি চালিয়ে মাঠ ও জঙ্গল এলাকা থেকে উদ্ধার হয় আরও 120টি বোমা ।

স্থানীয়দের অনুমান, হামলা চালানোর উদ্দেশ্যেই বোমাগুলি মজুত করা হয়েছিল । তল্লাশির খবর পেয়েই সেগুলি দুষ্কৃতীরা বাড়ি থেকে সরিয়ে ফেলে ।

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.