ETV Bharat / state

Sexual Assault: হাত-মুখ বেঁধে আদিবাসী নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 9:35 PM IST

সপ্তম শ্রেণির ছাত্রী যৌন নির্যাতনের শিকার ৷ অভিযোগ পাওয়ার 24 ঘণ্টার মধ্যে পুলিশের জালে অভিযুক্ত ৷ শুক্রবার তোলা হবে আদালতে ৷ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানা এলাকায় ৷

Etv Bharat
প্রতীকী ছবি

মালদা, 14 সেপ্টেম্বর: সপ্তম শ্রেণির আদিবাসী ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ গ্রামেরই 21 বছরের এক যুবকের বিরুদ্ধে ৷ হাত-মুখ বেঁধে ওই ছাত্রীর সঙ্গে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার দিদি ৷ অভিযোগ দায়েরের 24 ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃতকে শুক্রবার জেলা আদালতে পেশ করা হবে ৷ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানা এলাকায় ৷

বৃহস্পতিবার হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালানো হয় ৷ অবশেষে এদিন তাকে গ্রেফতার করা হয়েছে ৷ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার অভিযুক্তকে জেলা আদালতে পেশ করা হবে ৷ নির্যাতিতা কিশোরীর শারীরিক পরীক্ষা হয়েছে ৷ তার চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে ৷ শুক্রবার নির্যাতিতা বিচারকের সামনে গোপন জবানবন্দি দেবে ৷

ঘটনাটি ঘটেছে গত সোমবার ৷ নির্যাতিতার দিদির অভিযোগ, সেদিন রাতে গ্রামেরই একটি বাড়িতে যায় তাঁর বোন ৷ সন্ধের পর সে যখন বাড়ি ফিরছিল, তখন রাস্তায় তার সঙ্গে অভিযুক্ত যুবকের দেখা হয় ৷ যুবক পরিচিত হওয়ায়, বোন তার সঙ্গে যায় ৷ অভিযুক্ত যুবক বোনকে গ্রামের প্রান্তে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় ৷ অভিযোগ, এরপরেই ওই যুবক বোনের হাত-মুখ বেঁধে যৌন নির্যাতন চালানো হয় ৷ রাত 12টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে বোন বাড়ি না-ফেরায় সকলে খোঁজাখুঁজি শুরু করে দেন ৷

আরও পড়ুন: দিন দুপুরে পেট্রল পাম্পে গুলি, মহিলা কর্মীর মাথায় পিস্তল তাক !

জানা গিয়েছে, বিষয়টা আঁচ করতে পেরে অভিযুক্ত যুবক হাত-মুখ বাঁধা অবস্থাতেই সাইকেলে চাপিয়ে নির্যাতিতাকে অন্য একটি গ্রামে নিয়ে যায় ৷ সেখানে একটি বাড়িতে রেখে দিয়েছিল নির্যাতিতাকে ৷ পরদিন বিভিন্ন সূত্রে নির্যাতিতার খোঁজ পান পরিবারের লোকেরা ৷ অসুস্থ অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করা হয় ৷ খানিকটা সুস্থ হলে পুরো ঘটনা পরিবারকে জানায় ওই ছাত্রী ৷ অভিযুক্তের সন্ধান করা হলে সে পলাতক বলে জানা যায় ৷ ঘটনাটি গ্রামের মোড়লকে জানানো হয় ৷ সেখানে বৈঠকও হয় ৷ এরপর বুধবার রাতে হবিবপুর থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার দিদি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.