ETV Bharat / state

Fishery Department Workers: 19 মাস ধরে বন্ধ বেতন, আত্মহত্যার হুমকি মৎস্য প্রজনন কেন্দ্রের অস্থায়ী কর্মীদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 3:28 PM IST

Sagardighi Fish Farm: এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম মৎস্য প্রজনন কেন্দ্রের সঙ্গীন অবস্থা ৷ বর্তমানে এখানে 15 জন অস্থায়ী কর্মী নিযুক্ত রয়েছেন ৷ অথচ গত 19 মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না ৷ এমতাবস্থায় তাঁরা আত্মহত্যার দিন গুনছেন ৷

আত্মহত্যার হুমকি মৎস্য প্রজনন কেন্দ্রের অস্থায়ী কর্মীদের
Fishery Department Workers

আত্মহত্যার হুমকি মৎস্য প্রজনন কেন্দ্রের অস্থায়ী কর্মীদের

মালদা, 8 নভেম্বর: বেতন বন্ধ 19 মাস ধরে ৷ টাকার অভাবে চিকিৎসা করাতে না-পেরে ইতিমধ্যে মৃত্যু হয়েছে একজনের ৷ অর্থাভাবে বন্ধ হয়েছে ছেলেমেয়েদের পড়াশোনা ৷ বেতনের দাবিতে জেলা প্রশাসনের বিভিন্ন মহলে দরবার করা হয়েছে ৷ জানানো হয়েছে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতেও ৷ কিন্তু কোথাও থেকে কোনও উত্তর পাওয়া যায়নি ৷ যাঁদের সেই শক্তি নেই, তাঁরা আত্মহত্যার দিন গুনছেন ৷ এই ছবিটি এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম মৎস্য প্রজনন কেন্দ্র, ইংরেজবাজারের সাগরদিঘি ফার্মের ৷ সুখের কথা, বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক ৷ এনিয়ে তিনি আজ, বুধবার সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ৷

সেন আমলে রাজধানী গৌড় নগরীতে জল সরবরাহের জন্য ইংরেজবাজারের সাদুল্লাপুর এলাকায় বিশাল দিঘি নির্মাণের কাজে হাত দিয়েছিলেন বল্লাল সেন ৷ সেই কাজ সম্পূর্ণ হয় লক্ষ্মণ সেনের আমলে ৷ সেখানে গড়ে তোলা হয় কৃত্রিম মৎস্য প্রজনন কেন্দ্র ৷ যা এশিয়ার সর্ববৃহৎ হিসেবে একসময় পরিচিত ছিল ৷ মৎস্য দফতরের অধীনে থাকলেও এই মাছের ফার্মটি মালদা জেলা পরিষদ নিয়ন্ত্রিত ৷ সেখানে অস্থায়ী কর্মী নিয়োগ থেকে শুরু করে তাঁদের বেতন প্রদানের কাজ করে থাকে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতি ৷ বর্তমানে এখানে 15 জন অস্থায়ী কর্মী রয়েছেন ৷ অথচ গত 19 মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না ৷

এক অস্থায়ী কর্মী সুবোধ মণ্ডল জানান, 19 মাস ধরে বেতন পাচ্ছি না ৷ ছেলেমেয়ের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে ৷ টাকার অভাবে চিকিৎসা করাতে না-পেরে আমাদের এক সহকর্মী মারা গিয়েছেন ৷ তার স্ত্রী ওই জায়গায় কাজ শুরু করেছেন বটে, কিন্তু সেও বেতন পাচ্ছে না ৷ তবু আমরা কাজ করে যাচ্ছি ৷ এভাবে চললে আমাদের আত্মহত্যা করা ছাড়া উপায় নেই ৷"

মৃত অস্থায়ী কর্মী রাজু মণ্ডলের স্ত্রী কৃষ্ণা মণ্ডল বলেন, "খুবই খারাপ পরিস্থিতিতে আছি ৷ অসুস্থ স্বামীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম ৷ কিন্তু বাইরে চিকিৎসা করাব কীভাবে? টাকা কোথায়? ঘরে থেকেই স্বামী মারা গেল ৷ 19 মাস হয়ে গেল বেতন পাচ্ছি না ৷ ঘরে তিন মেয়ে ৷ টাকার অভাবে ওদের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে ৷ একবেলা খেয়ে বেঁচে আছি ৷ মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের বেতনের ব্যবস্থা করে দেন ৷"

এনিয়ে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পালের বক্তব্য, "আমার কাছে দু'একজন এই সমস্যার কথা জানিয়েছিলেন ৷ কিন্তু বেতন না -পাওয়া অস্থায়ী কর্মীর সংখ্যা যে এত, সেটা আমার জানা ছিল না ৷ আমি আগেই বিষয়টি মৎস্য দফতরকে জানিয়েছিলাম ৷ খুব তাড়াতাড়ি যাতে তাঁদের বেতন হয়, তার ব্যবস্থা করছি ৷" বিষয়টি জেলাশাসক নীতিন সিংঘানিয়াকে জানানো হলে তাঁর আশ্বাস, "আজই আমি এনিয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলছি ৷ সাগরদিঘি ফার্মের অস্থায়ী কর্মীদের বেতন কেন বন্ধ হল, সেটা জানা প্রয়োজন ৷"

আরও পড়ুন: 17 মাস বেতন বন্ধ ! মৎস্য দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ বোলপুরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.