ETV Bharat / state

দলীয় প্রার্থী নিয়ে বেসুরো হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের একাংশ

author img

By

Published : Mar 12, 2021, 12:30 PM IST

trinamool workers of harishchandrapur express dissatisfaction
বুলবুল খান

বুলবুল খানকে হরিশ্চন্দ্রপুরের প্রার্থীপদ না করায় অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূলের একাংশ ৷ তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবেন বলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর অনুগামীরা ৷

মালদা, 12 মার্চ : যেদিন জেলার সভানেত্রী একুশের ভোটে জেলার 12টি আসনে দলীয় প্রার্থীদের জেতাতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছেন, ঠিক সেদিনই বেসুরো হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কর্মীদের একাংশ ৷ সেই বেসুর ধরা পড়েছে সেখানকার তৃণমূল নেতা বুলবুল খানের অনুগামীদের সোশাল মিডিয়া পোস্ট ঘিরে ৷ ওই পোস্টে ইঙ্গিত মিলেছে, একুশের ভোটে বুলবুল খান নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ৷ যদিও বিষয়টিকে এড়িয়ে গিয়ে বুলবুল জানিয়েছেন, তিনি এখনও তৃণমূলেই রয়েছেন ৷ তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকার রাজনীতিতে৷

এবারের ভোটে হরিশ্চন্দ্রপুর আসনে শাসকদলের প্রার্থীপদের দাবিদার ছিলেন বুলবুল খান, জেলা পরিষদের শিশু, নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন এবং তৃণমূলনেত্রীর পছন্দের গায়ক সৌমিত্র রায় ৷ যদিও এই তিনজনের কাউকেই এবার ঘাসফুলের প্রতীক দেওয়ার সুপারিশ করেনি পিকের আইপ্যাক ৷ প্রার্থী করা হয়েছে গত বিধানসভা নির্বাচনের বিজিত প্রার্থী তাজমুল হোসেনকে ৷ ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন তাজমুল সাহেব ৷ কিন্তু তাঁর প্রচারে এখনও বুলবুল খান কিংবা মর্জিনা খাতুনকে দেখা যায়নি ৷ আর সৌমিত্রবাবু তো কলকাতা থেকে এলাকায় ফিরেই আসেননি ৷ এনিয়ে দলের মধ্যে বিভিন্ন কানাঘুষোও চলছে৷

জানা গিয়েছে, গত বুধবার রাতে স্থানীয় বারদুয়ারি এলাকায় এই বিধানসভা কেন্দ্রের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার বুলবুল অনুগামীরা একটি গোপন বৈঠক করেন ৷ স্বয়ং বুলবুলও সেই বৈঠকে উপস্থিত ছিলেন ৷ বৈঠকের পর বুলবুল খানের বেশ কয়েকজন অনুগামী প্রচার করতে শুরু করেছেন, এবারের ভোটে বুলবুল সাহেব নির্দল প্রার্থী ৷ এরই মধ্যে বুলবুল খানের অনুগামীদের সোশাল মিডিয়া পোস্ট জেলার তৃণমূল নেতৃত্বের রক্তচাপ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট৷

বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী জুবেদা বিবির শওহর, বুলবুল অনুগামী আসরাফুল হক সোজাসাপটা জানিয়েছেন,“গত বন্যায় এবং কোরোনা আবহে বুলবুল খান যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা কল্পনা করা যায় না ৷ তাই তাঁর অনুগামীরা এবার তাঁকে হরিশ্চন্দ্রপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে দেখতে চেয়েছিলেন ৷ আমরাও সেটাই চেয়েছিলাম ৷ কিন্তু দল তাঁকে প্রার্থী করেনি ৷ আমরা এনিয়ে একটি বৈঠক করেছি ৷ শুক্রবার ফের আলোচনায় বসব ৷” তবে বুলবুল সাহেব নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়াবেন কিনা, তা পরিষ্কারভাবে জানাননি আসরাফুল সাহেব৷

তবে এলাকার আরেক তৃণমূল নেতা মক্রম আলি জানিয়েছেন,“আমরা সবাই দিদির সৈনিক ৷ কিন্তু এবার এই কেন্দ্রে যাঁকে প্রার্থী করা হয়েছে, তাঁকে আমাদের পছন্দ নয় ৷ মানুষও তাঁকে পছন্দ করেন না ৷ আমরা বিকল্প প্রার্থীর জন্য নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছি ৷ কারণ, তা না হলে অনেকেই অন্য দলে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন ৷ তাতে দলেরই ক্ষতি হবে৷ তাই আমরা চাই, এই কেন্দ্রে এবার বুলবুলকে প্রার্থী করা হোক৷ নয়তো তিনি নির্দল হয়েই ভোটে লড়ুন ৷”

এপ্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানিক দাস জানাচ্ছেন,“এখন এসব নিয়ে জল ঘোলা করা মানে দলকেই দুর্বল করা ৷ দিদি যাঁকে প্রার্থী করেছেন, তাঁকেই মেনে নিতে হবে সবাইকে৷ এনিয়ে আর অন্য কোনও ভাবনার অবকাশ নেই৷”

আরও পড়ুন : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, গুলি আহত পঞ্চায়েত প্রধানের ভাই

এদিকে বুলবুল খান জানিয়েছেন,“টিকিটের দাবিদার অনেকেই থাকেন ৷ সবাইকে টিকিট দেওয়া তো সম্ভব নয় ৷ হয়তো আমাকে প্রার্থী না করায় অনুগামীদের মন খারাপ হয়েছে ৷ তাই আবেগের বশে অনেকে চাইছেন, আমি নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়াই ৷ কিন্তু আবেগ দিয়ে রাজনীতি হয় না ৷ আমি এখনও তৃণমূলে আছি৷”

অর্থাৎ বুলবুল খান দাবি করছেন, তিনি এখনও তৃণমূলে ৷ কিন্তু ভবিষ্যতেও থাকবেন কি? সেই উত্তর কিন্তু তাঁর মুখ থেকে পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.