ETV Bharat / state

Malda Murder Chaos: কাকার হাতে খুন ভাইপো, গ্রেফতারির দাবিতে বাড়ির সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ গ্রামবাসীর

author img

By

Published : Feb 11, 2023, 9:38 PM IST

Malda Murder Chaos
মৃতদেহ রেখে বিক্ষোভ গ্রামবাসীর

ভাইপোর মাথায় বাঁশের আঘাত করে খুনের অভিযোগ কাকার বিরুদ্ধে (Uncle Murdered His Nephew in Malda)। কাকাকে গ্রেফতারের দাবিতে তার বাড়ির সামনে ভাইপোর দেহ রেখে বিক্ষোভ গ্রামবাসীদের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করলে মৃতদেহ সৎকারে নিয়ে যান পরিবারের লোকজন ৷

মালদা, 11 ফেব্রুয়ারি: সাত শতক জমি নিয়ে বিবাদের জেরে কাকার হাতে খুন হতে হল ভাইপোকে (Uncle Murdered His Nephew) ৷ ঘটনার প্রতিবাদে কাকার বাড়ির সামনে মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করলে মৃতদেহ সৎকারে নিয়ে যান পরিবারের লোকজন ৷ ঘটনাটি ঘটেছে মানিকচকের ভূতনি দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বামাচরণটোলা এলাকায় (Malda Crime News) ৷

মৃত ভাইপোর নাম গণেশ মণ্ডল (30) ৷ স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সাত শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে গণেশের সঙ্গে বিবাদ চলছিল কাকা দুর্গা সেন মণ্ডলের ৷ ওই জমিতে ধান চাষ করার জন্য গত 3 ফেব্রুয়ারি জমি থেকে কচুরিপানা পরিষ্কার করেন গণেশ ৷ বিষয়টি নজরে আসতেই গণেশের সঙ্গে বচসা বেঁধে যায় দুর্গা সেন মণ্ডলের ৷ অভিযোগ, সেই সময় জমিতে পড়ে থাকা একটি বাঁশ নিয়ে গণেশের মাথায় আঘাত করে দুর্গাসেন ৷ ঘটনাস্থলেই জ্ঞান হারান ভাইপো গণেশ ৷ বেশ কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷

কর্তব্যরত চিকিৎসকরা গণেশকে মালদা মেডিক্য়ালে রেফার করে দেন ৷ সেখানেও অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে রেফার করা হয় কলকাতায় ৷ এই ঘটনায় 7 ফেব্রুয়ারি পুলিশে অভিযোগ দায়ের করেন গণেশের স্ত্রী রুমা মণ্ডল ৷ বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ত্রিশ বছরের ওই ভাইপোর ৷ শনিবার সকালে মৃতদেহ বাড়িতে আসার পর বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷ অবিলম্বে গ্রেফতারির দাবিতে কাকা দুর্গা সেনের বাড়ির সামনে গণেশের মৃতদেহ রেখেই বিক্ষোভ দেখান তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভূতনি থানার পুলিশ ৷ এরপর মথুরাপুরের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় দুর্গা সেনকে ৷

আরও পড়ুন: স্ত্রী'র সামনেই স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে খুন, অভিযুক্ত পলাতক

গণেশের স্ত্রী রুমা মণ্ডল বলেন, "ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না, দিল্লিতে ছিলাম ৷ খবর পাই, দুর্গা সেন স্বামীকে মারধর করেছে ৷ খবর পেয়ে বাড়িতে আসি ৷ বাড়ি থেকে মেডিক্যালে যাই ৷ ততক্ষণে স্বামীকে কলকাতা রেফার করা হয়েছে ৷ বৃহস্পতিবার রাতে স্বামীর মৃত্যু হয়েছে ৷ এখন আমি দু'টো বাচ্চা নিয়ে কীভাবে সংসার সামলাব? এখন স্বামীর মৃতদেহ দুর্গা সেনের বাড়ির সামনে রেখে দিয়েছি ৷ যতক্ষণ না-ওকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ স্বামীর মৃতদেহ নিয়ে যাব না ৷"

স্থানীয় বাসিন্দা সোনু মণ্ডল বলেন, "ঘটনাটি ঘটেছে গত 3 তারিখ ৷ সেদিন কচুরিপানা নিয়ে গণেশের সঙ্গে ওর কাকার ঝামেলা হয় ৷ ঘটনার সময় গণেশের মাথায় আঘাত করে কাকা ৷ স্থানীয় বাসিন্দারা গণেশকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র পরে মালদা মেডিক্যালে নিয়ে যান ৷ সেখানেও চিকিৎসকরা গণেশকে কলকাতা রেফার করে দেন ৷ কিন্তু পরিবারের কেউ না-থাকায় প্রথমে গণেশকে কলকাতা নিয়ে যাওয়া যায়নি ৷ পরে জামাইবাবু এসে তাঁকে কলকাতা নিয়ে যান ৷ গত পরশু কলকাতায় মৃত্যু হয় গণেশের ৷ শনিবার মৃতদেহটি দুর্গাসেনের বাড়ির সামনেই রাখা হয়েছে ৷ পুলিশ ঘটনাস্থলে এসেছে ৷ আমরা দোষীর শাস্তি চাইছি ৷"

আরও পড়ুন: প্রেমিকাকে গলা টিপে খুন, পরে সুইসাইড নোট লিখে আত্মঘাতী যুবক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.