ETV Bharat / state

Vote Boycott in Malda: গঙ্গা না-বাঁধলে ভোট নয়, মন্ত্রীর সামনেই জানিয়ে দিলেন ভাঙন দুর্গতরা

author img

By

Published : Nov 4, 2022, 4:25 PM IST

Updated : Nov 4, 2022, 5:40 PM IST

Vote Boycott in Malda
মন্ত্রীর উপস্থিতিতেই ভোট বয়কট ঘোষণা ভাঙন দুর্গতদের

খোদ মন্ত্রীর উপস্থিতিতে আওয়াজ উঠল, আগে গঙ্গাকে বাঁধতে হবে, নইলে ভোট নয় (Vote Boycott in Malda) ৷

মালদা, 4 নভেম্বর: খোদ মন্ত্রীর উপস্থিতিতে আওয়াজ উঠল, আগে গঙ্গাকে বাঁধতে হবে, নইলে ভোট নয় ৷ ঘটনাটি ঘটেছে রতুয়া 1 নম্বর ব্লকের কাটাহা দিয়ারা হাইস্কুলে আয়োজিত দুয়ারে প্রশাসনের সভায় (Vote Boycott in Malda) ৷ শুক্রবার জেলা প্রশাসনকে সঙ্গে রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় গঙ্গা ভাঙনের পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ সেখানেই ভাঙন দুর্গতরা জানিয়ে দেন, গঙ্গা বাঁধার কাজ শুরু না-হলে এবার তাঁরা পঞ্চায়েত ভোট দেবেন না ৷

সাবিনা ইয়াসমিন ভাঙন দুর্গতদের উদ্দেশ্যে বলেন, “যেহেতু সেচ দফতর আমারই, তাই গঙ্গার ভাঙন নিয়ে আমি খুব চিন্তিত ৷ আপনাদের আমি বাঁচাতে চাই ৷ এনিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি ৷ এখানকার বিধায়কও বিষয়টি নিয়ে খুব চেষ্টা করছেন ৷ আমরা বসে নেই ৷ আপনাদের জন্য ভাবছি ৷ একটি সমাধানসূত্র বের করার চেষ্টা করছি ৷ আগে নদীতে চর তৈরি হলে ভাঙন দুর্গতরাই সেই চরের মালিক হত ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার এই নিয়ম পালটে দিয়েছে ৷ এখন চরের জমি সরকারের ৷ কিন্তু বিপন্ন হয়ে গেলে মানুষ আইন নিয়ে ভাববে না ৷ কারণ, আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয় ৷ তাই আপনাদের বাঁচার অধিকার আমি আপনাদের পাইয়ে দেওয়ার চেষ্টা করব ৷”

মন্ত্রীর উপস্থিতিতেই ভোট বয়কট ঘোষণা ভাঙন দুর্গতদের

আরও পড়ুন: কয়েক দশকেও রাস্তা তৈরি না-হওয়ায় ভোট বয়কটের ডাক গোটা গ্রামের

যদিও মন্ত্রীর বক্তব্যে ভরসা রাখতে পারছেন না ভাঙন দুর্গতরা ৷ তাঁদেরই একজন আবু জাহার, আগে রতুয়ার বাবলাবোনায় বাড়ি ছিল ৷ ভাঙনে সেই বাড়ি গঙ্গায় গিয়েছে ৷ এখন ভূতনিতে থাকেন ৷ তিনি বলেন, “আমরা তৃণমূলকেই ভোট দিই ৷ কিন্তু গঙ্গার ভাঙনে আজ আমরা ফকির ৷ কেউ আমাদের কথা ভাবছে না ৷ এখনও গঙ্গা পাড় কেটে যাচ্ছে ৷ অথচ কোনও মন্ত্রী, জনপ্রতিনিধি কিংবা নেতা আমাদের দেখতে আসেনি ৷ আজ ভোট নেওয়ার জন্য এরা এখানে এসেছে ৷ তবে যতক্ষণ পর্যন্ত গঙ্গা বাঁধার কাজ না-হচ্ছে, ততক্ষণ আমরা ভোট দেব না ৷ শুধু মানিকচক নয়, ভাঙনে বিধ্বস্ত সব এলাকার মানুষই এই সিদ্ধান্ত নিয়েছে ৷”

আরেক ভাঙন দুর্গত ছবিটোলা গ্রামের বাসিন্দা শোভা চৌধুরি বলেন, “আমরা গরিব মানুষ ৷ এর আগে বেশ কয়েকবার গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারিয়েছি ৷ এখন নদী ফের ঘরের কাছে চলে এসেছে ৷ তাই এবার সিদ্ধান্ত নিয়েছি, আগে নদী বাঁধতে হবে, তারপর আমরা ভোট দেব ৷ নইলে ভোট দেব না ৷ গঙ্গা বেঁধে দিলে আমরা সবাই মমতাদিদিকে ভোট দেব ৷ নইলে কোনও দলই আমাদের ভোট পাবে না ৷ ইতিমধ্যে গঙ্গার ভাঙনে বিলাইমারি অঞ্চলের অনেক গ্রাম বিপন্ন ৷ আর সহ্য করা যাচ্ছে না ৷”

Last Updated :Nov 4, 2022, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.