ETV Bharat / state

পদ খালির 24 ঘণ্টা পর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের

author img

By

Published : Sep 5, 2020, 12:01 PM IST

প্রাক্তন উপাচার্য স্বাগত ঘোষ পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক চঞ্চল চৌধুরিকে দায়িত্ব দেওয়া হয়েছিল । সেই মেয়াদ ছিল ছয় মাসের । তা 2 সেপ্টেম্বরে শেষ হয়ে যায় । শিক্ষা দপ্তরের নির্দেশিকায় ফের ছয় মাসের মেয়াদে উপাচার্য পদে বসতে চলেছেন চঞ্চল চৌধুরি ।

Gourbanga University
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

মালদা , 5 সেপ্টেম্বর : 24 ঘণ্টা চেয়ার খালি থাকার পর অবশেষে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হল ৷ বিদায়ী উপাচার্য চঞ্চল চৌধুরিকেই আরও ছয় মাসের জন্য সেই পদে নিয়োগ করা হয়েছে ৷ গতকাল শিক্ষা সচিবের সেই নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে ৷

উল্লেখ্য , চলতি মাসের 28 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রয়াসন বিভাগের অধ্যাপক চঞ্চল চৌধুরিকে উপাচার্য হিসাবে ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ সেই সময় বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীদের লাগাতার আন্দোলনে তোলপাড় হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় ৷ সূত্রের খবর , সেকারণেই তৎকালীন উপাচার্য স্বাগত সেন উপাচার্য পদ থেকে ইস্তফা দেন ৷ এরপর চঞ্চলবাবু উপাচার্য হিসেবে কাজে যোগ দেন 3 মার্চ ৷ তার কিছুদিন পরেই কোরোনার প্রভাবে বন্ধ হয়ে যায় দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৷ বন্ধ হয়ে যায় এই বিশ্ববিদ্যালয়ও ৷ এখনও তা চালু হয়নি ৷ এই অবস্থায় 2 সেপ্টেম্বর চঞ্চলবাবুর উপাচার্য পদের মেয়াদ শেষ হয়ে যায় ৷ তার কিছুদিন আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিজেদের পছন্দের কাউকে বসাতে উদ্যোগী হয় শাসকদলের শীর্ষ নেতৃত্ব ৷ এনিয়ে জেলা তৃণমূল সভানেত্রীর দপ্তরে বিশেষ বৈঠকও হয় ৷ সূত্রের খবর, বৈঠকের পর অন্তত দু’জনের নাম রাজ্য উচ্চশিক্ষা দপ্তরে পাঠানো হয় । যাঁরা গৌড়বঙ্গের তিন জেলার কেউ নন ৷ অবশেষে শিক্ষা দপ্তরের নির্দেশিকায় ফের চঞ্চলবাবুকেই ওই পদে নিয়োগ করা হয়েছে ৷ ওই নির্দেশিকায় বলা হয়েছে , কিছু কারণে বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটি নতুন উপাচার্য হিসেবে কাউকে মনোনীত করতে পারেনি ৷ সেই কারণে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী চঞ্চলবাবুকেই আগামী ছয় মাসের জন্য সেই পদে নিয়োগ করা হচ্ছে ৷

এদিকে উপাচার্য পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার অধ্যাপনার কাজে যোগ দিয়েছেন চঞ্চলবাবু ৷ এক্ষেত্রে নিয়ম মেনে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছেন ৷ এই পরিস্থিতিতে তাঁকে ফের অধ্যাপক পদ থেকে উপাচার্য পদে যোগ দিতে হবে ৷ চঞ্চলবাবু বলেন , " শিক্ষা দপ্তরের নির্দেশিকা পেয়েছি ৷ উপাচার্য হিসাবে গত ছয় মাস আমি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে কাজ করে গিয়েছি, সেভাবেই আগামীতে কাজ করে যাব ৷ আশা করছি , সেই কাজে আগের মতোই সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সহায়তা পাব ৷ পাশে পাব পড়ুয়া সহ অন্যদেরও ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.