ETV Bharat / state

Kaliachak Ganga Erosion: তলিয়ে গিয়েছে 400 মিটার এলাকা, ভাঙন-আতঙ্কে কালিয়াচকের 2 গ্রাম

author img

By

Published : Jul 29, 2022, 4:39 PM IST

এখনও সেভাবে বর্ষার দেখা না পাওয়া গেলেও ভাঙনের আতঙ্কে মালদার কালিয়াচক(Kaliachak Ganga Erosion)৷ জলস্তর বাড়তেই ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা ৷ বৃহস্পতিবার সন্ধে থেকে হঠাৎ ভাঙন শুরু হওয়ায় আতঙ্কিত কালিয়াচক 3 নং ব্লকের দুটি গ্রাম ৷

malda
মালদার কালিয়াচকের দুটি গ্রামে ভাঙন আতঙ্ক

মালদা, 29 জুলাই: জলস্তর বাড়তেই মালদায় শুরু হয়ে গিয়েছে গঙ্গার ভাঙন। চলতি মরশুমে প্রথম গঙ্গার ভাঙন শুরু হল কালিয়াচকের 3 নম্বর ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের গোলাপ মণ্ডলপাড়া ও খোঁজপাড়ায়(Two villages of Kaliachak III Block in danger of ganga erosion)৷ প্রবল আতঙ্ক ছড়িয়েছে ওই দুই গ্রামে । তবে ভাঙনে এখনও কোনও বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়নি । স্থানীয় বিডিও জানান, ভাঙনের খবর পেতেই এলাকায় প্রতিনিধি দল পাঠানো হয়েছে । পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করা হচ্ছে ।

বৃহস্পতিবার সন্ধে নাগাদ হঠাৎ গোলাপ মণ্ডলপাড়া ও খোঁজপাড়ায় গঙ্গার ভাঙন শুরু হয় । ঘণ্টাখানেকের ভাঙনে প্রায় 400 মিটার পর্যন্ত জমি ও গাছপালা সব তলিয়ে যায় । ভাঙনের এহেন তীব্রতা দেখে চিন্তিত হয়ে পড়েন গ্রামবাসীরা ৷ তাঁদের অনুমান, প্রথম পর্যায়ে ভাঙন বন্ধ হলেও যে কোনও সময় ফের তা শুরু হবে ।

কালিয়াচক 3নং ব্লকের দুটি গ্রামে ভাঙন আতঙ্ক


আরও পড়ুন : ন'জনের সলিল সমাধির ছবি টাটকা ! তবু নিরাপত্তা ছাড়াই মহানন্দায় চলছে নৌকায় যাত্রী পারাপার

এলাকার বাসিন্দা উজ্জ্বল মণ্ডল বলেন, "বৃহস্পতিবার সন্ধেয় গোলাপ মণ্ডল পাড়া আর খোঁজপাড়াতেই মূলত ভাঙন চলে । রাতে আমি গোটা ঘটনাটি বিডিওকে জানাই । সেচ দফতরকেও জানিয়েছি । এই ঘটনায় এলাকার মানুষ খুব আতঙ্কে রয়েছেন । প্রায় আড়াইশো পরিবার আতঙ্কিত । ইতিমধ্যে কিছু গ্রামবাসী নিজেদের ঘর সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন ।"

শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা চৌধুরী জানান, গঙ্গা ভাঙনের বিস্তারিত তথ্য ব্লক দফতরে জানানো হয়েছে । এখনও পর্যন্ত ভাঙনে কোনও বাড়ি তলিয়ে না গেলেও কিছু বাড়ি ক্ষতির মুখোমুখি দাঁড়িয়ে । সেসব বাড়ির লোকজন ঘর সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন ।

এই বিষয়ে কালিয়াচক 3 নম্বর ব্লকের বিডিও মামুন আখতারের সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ তবে জেলা সেচ দফতরের সুপারিটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বিপ্লবকান্তি রায় জানান, গঙ্গার জল বাড়ার সঙ্গে সঙ্গে কালিয়াচক 3 নম্বর ব্লকে সামান্য ভাঙন হয়েছে । বিষয়টি তাঁরা জেলা প্রশাসনকে জানিয়েছেন । প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ।

আরও পড়ুন : রয়েছে আর্সেনিকমুক্ত পানীয় জলের লাইন, তবুও জলহীন 50 হাজার মানুষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.