ETV Bharat / state

Malda Road Accident: জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত 2 মাধ্যমিক পরীক্ষার্থী

author img

By

Published : Mar 16, 2023, 8:03 AM IST

Updated : Mar 16, 2023, 8:36 AM IST

Bike Accident
মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

পিছনে পুলিশের গাড়ি দেখে ভয় পেয়ে গিয়েছিল বাইক চালক ও তার দুই সঙ্গী ৷ বাইকের গতি বাড়িয়ে দেয় মাধ্যমিক পরীক্ষার্থী ৷ পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি টোটোকে ধাক্কা মারে ৷ এতে মৃত্যু হয়েছে দুই মাধ্যমিক পরীক্ষার্থীর (Malda Road Accident) ৷

মালদার কালিয়াচকে পথ দুর্ঘটনায় প্রাণ হারাল দুই মাধ্যমিক পরীক্ষার্থী

কালিয়াচক (মালদা), 16 মার্চ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই মাধ্যমিক পরীক্ষার্থীর ৷ বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছে একজন ৷ বুধবার ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালালপুর সংলগ্ন ভিতরকানি এলাকায় ৷ এই পথ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এর জন্য পুলিশকেও দায়ী করছেন এলাকার বাসিন্দারা (Two Madhyamik Examinee died in a road accident in Kaliachak Malda) ৷ নিহত দুই ছাত্রের নাম নাজিম আখতার (16) ও মোসাব্বার শেখ (17) ৷ আহতের নাম মিজানুর রহমান (16) ৷ তারা প্রত্যেকেই কালিয়াচক 1 নম্বর ব্লকের গয়েশবাড়ি গ্রামপঞ্চায়েতের চাষপাড়া গ্রামের বাসিন্দা ৷ 2023 সালে তিনজনই স্থানীয় সুজাপুর হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে তিন বন্ধু একটি মোটরবাইকে চেপে কালিয়াচকের দিকে যাচ্ছিল ৷ বাইক চালাচ্ছিল মিজানুর ৷ সুজাপুর থেকে 12 নম্বর জাতীয় সড়ক ধরে কিছুটা এগোতেই তারা লক্ষ করে, পিছনে পুলিশের একটি গাড়ি তাদের অনুসরণ করে আসছে ৷ আসলে ওই পুলিশের গাড়িটি একটি মালবাহী লরির পিছনে ধাওয়া করছিল ৷ মিজানুরের আশঙ্কা হয়, পুলিশ তাদেরই তাড়া করছে ৷ সে বাইকের গতি বাড়িয়ে দেয় ৷ জালালপুর স্ট্যান্ড পেরিয়ে ভিতরকানি এলাকায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মিজানুর ৷ তার বাইকের সঙ্গে একটি টোটোর ধাক্কা লাগে ৷ বাইক দ্রুতগতিতে থাকায় সংঘর্ষের অভিঘাতে তিনজনই ছিটকে পড়ে ৷ মিজানুর জাতীয় সড়কের এক ধারে পড়লেও নাজিম ও মোসাব্বার পাশ দিয়ে যাওয়া একটি মালবোঝাই লরির নীচে পড়ে যায় ৷

দুর্ঘটনাটি চোখের সামনে দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন ৷ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ স্থানীয়রাই তিনজনকে উদ্ধার করে স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ সেখান থেকে তিন ছাত্রকেই মালদা মেডিক্যালে রেফার করেন চিকিৎসকরা ৷ মালদা মেডিক্যালের চিকিৎসকরা নাজিম ও মোসাব্বারকে মৃত ঘোষণা করেন ৷ আজ দুই বন্ধুর মৃতদেহের ময়নাতদন্ত করা হবে ৷

চাষপাড়ার বাসিন্দা মোজাম্মেল শেখ এই ঘটনার জন্য পুলিশকেই দায়ী করেছেন ৷ তিনি বলেন, "আমি শুনেছি, পিছন থেকে পুলিশ তাড়া করায় এরা মোটরবাইকের গতি বাড়িয়ে দিয়েছিল ৷ জালালপুর স্ট্যান্ডের কাছে বাইকটি একটি টোটোকে ধাক্কা মারে ৷ তিনজনই বাইক থেকে ছিটকে যায় ৷ তার মধ্যে দু’জন মারা যায় ৷ পুলিশের জন্যই এই ঘটনা ঘটল ৷” এদিকে কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ৷ আজ দুটি মৃতদেহেরই ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: জলপাইগুড়িতে একিউট এনসেফালাইটিসে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

Last Updated :Mar 16, 2023, 8:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.