ETV Bharat / state

MALDA : 20 লাখ টাকা ও ব্রাউন সুগার-সহ মালদা পুলিশের জালে দুই মাদক পাচারকারী

author img

By

Published : Aug 31, 2021, 8:47 AM IST

দার্জিলিংয়ের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি দ্রুতগতিতে মালদার দিকে যাওয়ার পথে চলল পুলিশি তল্লাশি ৷ আর তাতেই 20 লাখ টাকা ও 310 গ্রাম ব্রাউন সুগার-সহ মালদা পুলিশ গ্রেফতার করল দুই মাদক পাচারকারীকে ৷

মাদক পাচারকারী
মাদক পাচারকারী

মালদা, 31 অগস্ট : ধীরে ধীরে যেন মাদক ব্যবসার হাব হয়ে উঠছে মালদা । জাল নোট নিয়ে বিএসএফ ও পুলিশের কড়াকড়ি এড়াতে এবার মাদক কারবারকে হাতিয়ার করেছে দুষ্কৃতীরা । সম্প্রতি জেলার বিভিন্ন জায়গায় মাদক উদ্ধারের ঘটনা ঘটছে । কখনও অল্প তো কখনও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করছে নিরাপত্তাবাহিনী । ধরাও পড়ছে অনেকে । কিন্তু মাদক কারবারে এখনও যে লাগাম পরানো যায়নি, তার প্রমাণ মিলেছে রবিবার রাতে ।

পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে 310 গ্রাম ব্রাউন সুগার ও নগদ 20 লাখ টাকা । কেন ধৃতরা ব্রাউন সুগার ও এত টাকা নিয়ে আসছিল, তা কোথায় নিয়ে যেত, সবটা জানতে শুরু হয়েছে পুলিশি তদন্ত ।

মালদা থানার আইসি হীরক বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, "রবিবার সূত্র মারফত আমরা খবর পাই, এই থানা এলাকা দিয়ে মাদক নিয়ে যাবে দুষ্কৃতীরা । সেই মতো আমরা নবাবগঞ্জের জোড়া কালীত্থানের কাছে জাল পাতি । গভীর রাতে দার্জিলিং জেলার নম্বর প্লেট লাগানো একটি ছোট গাড়ি দ্রুতগতিতে গাজোল থেকে মালদার দিকে যাচ্ছিল । সন্দেহজনক লাগায় গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করার পর সদুত্তর না মেলায় তল্লাশি চালানো হয় গাড়িতে ৷ তখন গাড়ির ডিকিতে রাখা একটি ব্যাগের ভিতর থেকে 20 লাখ টাকা ও 310 গ্রাম ব্রাউন সুগারের প্যাকেট পাওয়া যায় ৷ প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ধৃতরা এই জেলার বিভিন্ন জায়গায় মাদকের ব্যবসা করে । তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু বলা যাবে না ।"


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল বছর ছেচল্লিশের সুরেশকুমার খাড়কা ছেত্রী ও পঞ্চাশ বছর বয়সী ওমপ্রকাশ দাহাল । দু’জনেই দার্জিলিং জেলার বাসিন্দা । সুরেশের বাড়ি নকশালবাড়ি থানা এলাকায় । ওমপ্রকাশ খড়িবাড়ি থানা এলাকার বাসিন্দা ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ধৃতদের সঙ্গে কালিয়াচকের মাদকচক্রের যোগ রয়েছে । মাদকের নতুন ডিলের জন্যই এই টাকা তারা কালিয়াচক নিয়ে যাচ্ছিল । পুলিশ নিশ্চিত, এই চক্রে পুরাতন মালদার লোকজনও রয়েছে । তা না হলে দার্জিলিংয়ের গাড়ি 12 নম্বর জাতীয় সড়ক ছেড়ে নবাবগঞ্জের পকেট রুটে ঢুকত না । এসব দুষ্কৃতীদের সন্ধান পেতেই ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে সোমবার ধৃতদের আদালতে পেশ করে পুলিশ ৷ আদালত ধৃতদের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ।

আরও পড়ুন : Kaliachak Murder Case : কালিয়াচক হত্যাকাণ্ডে আদালতে 273 পাতার চার্জশিট পেশ পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.