ETV Bharat / state

Fake Currency Racket Busted: ফের আন্তঃরাজ্য পাচার চক্রের হদিশ, জালনোট-সহ এসটিএফের জালে বিহারের 2

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 6:46 PM IST

Fake Currency Racket Busted
জালনোট পাচার চক্র

আন্তঃরাজ্য পাচার চক্রে জড়িত থাকার সন্দেহে জালনোট-সহ এসটিএফের জালে বিহারের দুই ব্যক্তি ৷ আজ তাঁদের মালদা জেলা আদালতে পেশ করা হয় ৷

মালদা, 11 সেপ্টেম্বর: ফের আন্তঃরাজ্য জালনোট পাচার চক্রের হদিশ মিলল মালদায় । 25 হাজার টাকার জালনোট-সহ বিহারের দুই ব্যক্তিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ । ধৃতদের সোমবার মালদা থানার মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের একটি দল মালদা থানার অন্তর্গত ঝাঁঝড়া এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পুলিশ ৷ এরপর তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে উদ্ধার হয় 25 হাজার টাকার জালনোট । গ্রেফতার করা হয় ওই দুই ব্যক্তিকে । ধৃতদের নাম পঙ্কজ শাহ (34) ও সঞ্জয় কুমার জয়সওয়াল (47) । ধৃতরা বিহারের পূর্ণিয়া ও খাগারিয়া জেলার বাসিন্দা ।

এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের হেফাজত থেকে 4 হাজার 310 টাকার আসল ভারতীয় নোট-সহ দুই মোবাইল ফোন উদ্ধার হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসটিএফ জানতে পেরেছে, ধৃতরা মালদা থানার নারায়ণপুর এলাকায় এক ব্যক্তির থেকে উদ্ধার হওয়া জালনোটগুলি সংগ্রহ করেছিল । জেরায় ধৃতরা স্বীকার করেছেন, তাঁরা এর আগেও এ ধরণের কাজ করেছেন । এই চক্রের সঙ্গে তাঁরা দীর্ঘদিন ধরে জড়িত ।

আরও পড়ুন: আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের হদিস নরেন্দ্রপুরে, ধৃত 1

ধৃতদের মালদা থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এসটিএফ কর্তৃপক্ষ । নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয় । এর আগে একাধিকবার আন্তরাজ্য জালনোট পাচারচক্রের হদিশ পেয়েছে এসটিএফ । প্রাথমিকভাবে তদন্তকারী অফিসারদের অনুমান, পুজোর মুখে জালনোট পাচারের এই চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা নিজেদের অপরাধ স্বীকার করায় এবার তাঁদের জেরা করে এই চক্রের মূল পাণ্ডাদের খোঁজ পেতে চাইছে তদন্তকারী অফিসাররা । চারিদিকে এরকম চক্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে মনে করছে এসটিএফ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.