ETV Bharat / state

মালদায় নার্সিং ট্রেনিং সেন্টারের আড়ালে মধুচক্রের আসর, গ্রেপ্তার 2

author img

By

Published : Feb 2, 2021, 3:45 PM IST

নার্সিং সেন্টারের আড়ালে মধুচক্রের আসর
নার্সিং সেন্টারের আড়ালে মধুচক্রের আসর

মালদায় ফের মধুচক্রের হদিস ৷ গ্রেপ্তার দুই মহিলা ৷ পলাতক দুই ৷ স্থানীয়দের অনুমান, নার্সিং ট্রেনিং সেন্টারের আড়ালে মধুচক্রের পাশাপাশি তৈরি হত ব্লু ফিল্মও ৷

মালদা, 2 ফেব্রুয়ারি: মালদায় ফের মধুচক্রের হদিস মিলল ৷ শুধু মধুচক্র নয়, স্থানীয়দের অনুমান নার্সিং ট্রেনিং সেন্টারের আড়ালে মধুচক্রের পাশাপাশি তৈরি হত ব্লু ফিল্মও ৷ ঘটনায় দুই মহিলাকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷

আরও পড়ুন : বারুইপুরে যাওয়ার পথে শুভেন্দু-রাজীবকে কালো পতাকা

দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল মধুচক্রের আসর বসার ৷ সম্প্রতি ইংরেজবাজার থানার পুলিশ শহরের রামকৃষ্ণপল্লি সংলগ্ন একটি লজ ও সিঙাতলা এলাকার একটি বাড়িতে হানা দিয়ে কয়েকজন মহিলা ও পুরুষকে গ্রেপ্তার করে ৷ সেই ঘটনার পরে ফের মালদা শহরের সুভাষপল্লি এলাকায় মধুচক্রের হদিস মিলল ৷ স্থানীয়দের অভিযোগ, শুধু মধুচক্র নয় সম্ভবত সেখানে ব্লু ফিল্ম তৈরির কাজও চলত ৷ গতকাল স্থানীয় বাসিন্দাদের একাংশের সন্দেহ হওয়ায় তালা ভেঙে ওই নার্সিং ট্রেনিং সেন্টারে প্রবেশ করে ৷ ওই বিল্ডিং থেকে দুই মহিলা ও দুই পুরুষকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় তারা ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থান থেকে পালিয়ে যায় দুই পুরুষ ৷ পুলিশ মহিলাদের গ্রেপ্তার করে ৷ ল্যাপটপসহ বেশ কয়েকটি ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার করে নিয়ে যায়৷

আরও পড়ুন : 'ভোটের আগেই বিজেপির মুখে চা শ্রমিক', ফালাকাটায় কটাক্ষ মমতার

স্থানীয় বাসিন্দা নিমাই সাহা বলেন, "শহরের বেশ কয়েকটি অফিসে কর্মসংস্থানের নামে অসামাজিক কাজকর্ম চলে ৷ সেইরকম একটি অফিস থেকে আমরা চারজনকে হাতেনাতে ধরেছি ৷ নার্সিং ট্রেনিং সেন্টারের নামে এখানে একটি অফিস ভাড়া নেওয়া হয়েছিল ৷ কয়েকটি ল্যাপটপ পাওয়া গিয়েছে ৷ ধারণা এখানে মধুচক্রের পাশাপাশি ব্লু ফিল্মের শুটিং করে বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া হত ৷ "

আরও পড়ুন : আদিবাসী নাচে পা মেলালেন মুখ্যমন্ত্রী

যদিও এ প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ পুলিশ সূত্রে খবর, ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷

আরও পড়ুন : 'পাঁচিল নয়, সেতু বানান': রাহুল, 'কৃষকদের সঙ্গেও যুদ্ধ ?' কটাক্ষ প্রিয়াঙ্কার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.