ETV Bharat / state

Phensedyl Recovered : বাংলাদেশে ফেনসিডিল পাচারের আগেই গ্রেফতার যুবক

author img

By

Published : Jun 20, 2022, 2:29 PM IST

Phensedyl Recovered news
ফেনসিডিল পাচারের আগে বিএসএফের হাতে গ্রেফতার যুবক

কালিয়াচক থানার মিরিক সুলতানপুর এলাকায় ফেনসিডিল পাচারের আগেই বিএসএফের হাতে গ্রেফতার যুবক ৷ উদ্ধার হয়েছে 123 বোতল নিষিদ্ধ ফেনসিডিল (Phensedyl Recovered) ৷

মালদা, 20 জুন : বাংলাদেশে ফেনসিডিল পাচারের আগেই বিএসএফের হাতে গ্রেফতার যুবক । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 123 বোতল নিষিদ্ধ ফেনসিডিল (Phensedyl Recovered) । ধৃত যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ । ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মিরিক সুলতানপুর এলাকায় ।

বিএসএফের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে 10টা নাগাদ মিরিক সুলতানপুর আউটপোস্ট এলাকায় কর্তব্যরত জওয়ানরা কয়েকজনকে বস্তা নিয়ে কাঁটাতারের দিকে এগোতে দেখেন । জওয়ানদের আসতে দেখে ঘটনাস্থল পালানোর চেষ্টা করে ওই যুবকরা ।

তাদের ধাওয়া করে এক যুবককে ধরে ফেলে জওয়ানরা । ধৃত যুবকের নাম মানব মণ্ডল । বয়স 27 বছর ৷ বাড়ি কালিয়াচকের আনন্দবাড়িয়া এলাকায় । তার কাছ থেকে উদ্ধার হয় 123 বোতল নিষিদ্ধ ফেনসিডিল । উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য 25 হাজার টাকা ।

আরও পড়ুন : পাচারের আগে মালদায় উদ্ধার দুর্লভ তক্ষক, ধৃত তিন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পেরেছে, উদ্ধার হওয়া ফেনসিডিল মিরিক সুলতানপুর এলাকার এক ব্যক্তির থেকে নিয়েছিল ধৃত যুবক । উদ্দেশ্য ছিল এক বাংলাদেশি কারবারীর কাছে পৌঁছে দেওয়া । ধৃত যুবককে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ । কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । ধৃতকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.