ETV Bharat / state

নেতার গ্রেপ্তারির প্রতিবাদ, পুলিশের শাস্তির দাবিতে রক্তে লেখা প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে TMCP

author img

By

Published : Nov 6, 2020, 2:24 PM IST

Updated : Nov 6, 2020, 7:27 PM IST

কর্মীদের এহেন আন্দোলনকে সমর্থন জানাননি TMCP-র জেলা সভাপতি । গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করেছে BJP ।

ছবি
ছবি

মালদা, ৬ নভেম্বর : নেতা জামিন পেতেই পথে নেমে পড়ল দলবল৷ পুজোর সময় ট্র্যাফিক আইন ভঙ্গ, কর্তব্যরত পুলিশকর্মীকে নিগ্রহ ও মহিলা পুলিশকর্মীদের উদ্দেশে অশ্লীল মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হন হরিশ্চন্দ্রপুর ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি বিমান ঝা৷ তাঁর মুক্তির দাবিতে পরদিন চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় TMCP কর্মীরা৷ থানা ঘেরাওমুক্ত করতে সেদিন পুলিশকে লাঠিচার্জও করতে হয় ৷ শেষ পর্যন্ত পরশু জামিন পান বিমানবাবু ৷ এরপরই তাঁর সঙ্গীরা পুলিশের বিরুদ্ধে আন্দোলন তৈরি করতে নেমে পড়ে ৷ রক্ত লেখা চিঠিও পাঠায় মুখ্যমন্ত্রীকে ৷ যদিও হরিশ্চন্দ্রপুর TMCP-র এমন আন্দোলন সমর্থন করেননি সংগঠনের জেলা সভাপতি ৷ কটাক্ষ করেছে BJP-ও ৷

জামিন পাওয়া বিমান ঝা’র সমর্থনে আজ হরিশ্চন্দ্রপুর তৃণমূল পার্টি অফিসের পাশে প্ল্যাকার্ড নিয়ে বসে পড়ে বেশ কিছু TMCP কর্মী ৷ হাতে রক্তে লেখা প্ল্যাকার্ড ৷ তৃণমূল নেত্রীকে মা সম্বোধন করা হয়েছে সেই সব প্ল্যাকার্ডে ৷ লেখা রয়েছে, সরকারি ক্ষমতার অপব্যবহার করে নির্দোষকে গ্রেপ্তার, অসভ্য আচরণ, ছাত্র-যুবদের উপর অমানবিক লাঠিচার্জের প্রতিবাদে তারা পুলিশের বিরুদ্ধে এই আন্দোলন চালাচ্ছে ৷ তারা অভিযুক্ত পুলিশকর্মীদের শাস্তিও দাবি করেছে ৷ শুধু তাই নয়, তারা বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে রক্তে লেখা চিঠিও পাঠিয়েছে ৷ যদিও কর্মীদের এহেন আন্দোলনে বিমানবাবুকে দেখা যায়নি ৷

পুলিশের শাস্তির দাবিতে রক্তে লেখা প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে TMCP

হরিশ্চন্দ্রপুর ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ মহলদার বলেন, “দশমীর রাতে ব্লক TMCP সভাপতি বিমান ঝা চাঁচলে পুজোমণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন ৷ সেই সময় ট্র্যাফিক নিয়মাবলী নিয়ে সিভিক ভলান্টিয়ারের সঙ্গে তাঁর বচসা হয় ৷ সেই ইশুকে নিয়ে IC আমাদের নেতাকে অন্যায়ভাবে মারধর করে ৷ তাঁকে সারারাত লক আপে বন্দী করে রাখে৷ পরে ছাত্র পরিষদের কর্মীরা বিমানবাবুর সঙ্গে কথা বলতে গেলে কর্মীদের উপর লাঠিচার্জ করা হয়৷ চাঁচল থানার পুলিশের অমানবিক অত্যাচারে চারজন ছাত্রনেতা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হন ৷ IC BMOH-র সঙ্গে যোগসাজস করে হাসপাতালের রিপোর্ট পর্যন্ত নিতে দেয়নি৷ রাজ্য সরকারের উপর আমাদের ভরসা রয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, পুজোতে প্রত্যেক বাঙালি শান্তিশৃঙ্খলা বজায় রেখে আনন্দ উপভোগ করবেন৷ তার জন্য তিনি প্রতিটি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন৷ অথচ চাঁচল থানার পুলিশ যেভাবে আমাদের উপর অত্যাচার চালিয়েছে তার প্রতিবাদে আমরা সরব হয়েছি৷ আমরা আজ অবস্থান বিক্ষোভে বসেছি৷ আমরা নিজেদের রক্ত দিয়ে আমাদের যন্ত্রণা মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি ৷”

যদিও কর্মীদের এহেন আন্দোলনকে সমর্থন জানাননি TMCP-র জেলা সভাপতি প্রসূন রায়৷ তিনি বলেন, “দুর্গাপুজোর দশমীতে চাঁচল থানায় এক অনভিপ্রেত ঘটনা ঘটেছে৷ সেটা আমরা আশা করিনি৷ তাকে কেন্দ্র করে পরদিন পুলিশ থানার সামনে লাঠিচার্জ করে৷ আমরা পুলিশের সেই ভূমিকার প্রতিবাদ করি৷ পুলিশের আরও একটু ধৈর্যশীল হওয়া উচিত ছিল৷ কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সম্বোধন করে রক্ত দিয়ে যে চিঠি লেখা হয়েছে, সেটা না করলেই ভালো হত৷ প্রতিবাদ অনেকভাবে করা যায়৷ এই ঘটনা নিয়ে ইতিমধ্যে আমাদের জেলা সভানেত্রী পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন৷ কিন্তু আবেগের বশবর্তী হয়ে যারা এভাবে প্রতিবাদ করেছে, তাতে আমাদের কোনও সমর্থন নেই৷ আমাদের দল এমন প্রতিবাদকে কখনই সমর্থন করে না৷”

গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি BJP ৷ দলের জেলা সম্পাদক কিষাণ কেডিয়া বলেন, “এটা লজ্জার বিষয়৷ ওরাই এখন শাসকদল৷ পুলিশ ওদের হাতেই৷ ওরাই পুলিশকে এতদিন মারতে শিখিয়েছে৷ আর আজ পুলিশের হাতে মার খেয়ে ওরাই আন্দোলনে নেমেছে৷ মুখ্যমন্ত্রী নিজেই পুলিশমন্ত্রী৷ আজ শাসকদলের ছাত্র সংগঠন সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই আন্দোলনে নেমেছে৷ একুশের নির্বাচনের পর ক্ষমতায় এসে আমরা দেখিয়ে দেব, পুলিশ কীভাবে নিরপেক্ষভাবে কাজ করে৷”

Last Updated : Nov 6, 2020, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.