ETV Bharat / state

Tmc Candidate selection Vote Chaos: মমতা-অভিষেক মঞ্চ ছাড়তেই প্রার্থী বাছাইয়ের ভোট নিয়ে হাতাহাতি তৃণমূল কর্মীদের

author img

By

Published : May 4, 2023, 10:55 PM IST

বৃহস্পতিবারই মালদার ইংরেজবাজারে সুস্থানি মোড়ে নবজোয়ারের অধিবেশন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে তৃণমূল দলের হাল ধরবেন কারা ৷ কিন্তু বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে প্রার্থীবাছাইয়ের ভোট পর্ব ঘিরে যেভাবে তৃণমূলের অন্দরেই হাতাহাতি-মারামারি চলছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ৷

Tmc Candidate selection Vote Chaos
প্রার্থী বাছাইয়ের ভোট নিয়ে হাতাহাতি তৃণমূল কর্মীদের

প্রার্থী বাছাইয়ের ভোট নিয়ে হাতাহাতি তৃণমূল কর্মীদের

মালদা, 4 মে: তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ভোট পর্ব ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় মালদার ইংরেজবাজার ৷ চাঁচলের পুনরাবৃত্তি আরও একবার এখানে ৷ বৃহস্পতিবার ইংরেজবাজারের সুস্থানি মোড়ে অভিষেকের অস্থায়ী আস্তানা চত্বরে ঘাসফুলের কর্মীদের হাতাহাতি আর মারামারি ছবি সামনে আসতেই দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্নের মুখে শাসক শিবির ৷

জেলাজুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা তথা জনসংযোগ যাত্রা ৷ বৃহস্পতিবার মালদায় অভিষেকের পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এইদিন মালদায় রাত্রিযাপন করার কথা থাকলেও বিকেলে সুস্থানি মোড়ের মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েই জেলা ছাড়েন তৃণমূলনেত্রী ৷ ইতিমধ্যে তিনি মুর্শিদাবাদ পৌঁছে গিয়েছেন ৷ তবে রাতটা সুস্থানি মোড়ের তাঁবুতেই কাটাচ্ছেন অভিষেক৷ তাঁর উপস্থিতিতে সেখানে মানিকচক, ইংরেজবাজার (গ্রামীণ) এবং কালিয়াচকের তিনটি ব্লকের প্রার্থী বাছাই পর্ব শুরু হয়েছিল ৷ সেই ভোটের ব্যালট নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন এলাকায় ৷ মমতা-অভিষেক নব জোয়ার কর্মসূচির মঞ্চ ছাড়তেই প্রার্থী বাছাইয়ের ভোট পর্ব ঘিরে শুরু হয় ঝামেলা ৷ এমনকি তা গড়ায় হাতাহাতি-মারামারি পর্যন্ত ৷

পঞ্চায়েতের তিনটি স্তরের প্রার্থী নিয়েই ঊর্ধ্বতন নেতৃত্বের বিরুদ্ধে বেআইনি কাজকর্ম ও স্বজনপোষণের অভিযোগ তুলেছেন তৃণমূলের নীচু স্তরের নেতা-কর্মীরা ৷ তৃণমূলের ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের 46 নম্বর বুথ কমিটির সভাপতি তাহের মহালদার অভিযোগ করে বলেন, "আমি বুথ কমিটির সভাপতি ৷ প্রার্থী পদের ব্যালটে আমার নাম নেই ৷ কেন, কী কারণে আমার নাম বাদ পড়েছে জানা নেই ৷ কে বা কারা এই কাজ করেছে সেটাও বলতে পারছি না ৷ প্রধান আমাকে জানিয়েছে, এটা ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য প্রতিভা সিংহের কাজ ৷ তাঁর নাকি এই ক্ষমতা রয়েছে ৷ তাই আমি আর ভোট দিতে পারলাম না ৷"

আরও পড়ুন: তৃণমূলের 'ভবিষ্যৎ' কাদের হাতে, জানিয়ে দিলেন মমতা

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে প্রতিভা সিংহ বলেন, "ভোটার লিস্ট এখানে রাখা রয়েছে ৷ কারও ইচ্ছে থাকলে দেখে নিতে পারেন সেখানে কোনও পরিবর্তন হয়েছে কি না ৷ দুটো বুথে তিনজন করে থাকতেই পারে ৷ বুথ কমিটি দলের ব্লক সভাপতির উপর নির্ভর করে ৷ আমি মনে করলে একটা বুথে চারজনকে সভাপতি করতে পারি ৷ কোনও সমস্যা নেই ৷ বিক্ষোভ নিয়ে আমি কিছু বলতে পারব না ৷ সবাই ভোট দিচ্ছেন ৷ অবাধে ভোট দিচ্ছেন ৷ কোনও ঝামেলা নেই ৷ যাঁদের কাছ থেকে মানুষ সরে গিয়েছে, তাঁরাই চিৎকার করছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.