ETV Bharat / state

Murder in Ratua: মুক্তিপণ চেয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীকে কুপিয়ে খুন, চাঞ্চল্য রতুয়ায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 7:53 PM IST

ETV Bharat
তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামীকে কুপিয়ে খুন

মুক্তিপণ চেয়ে দু-তিনবার ফোন এসেছিল ৷ তবে কোথায় মুক্তিপণ পাঠাতে হবে তা জিজ্ঞাসা করলেও কোনও উত্তর দেওয়া হয়নি ৷ তারপরই তৃণমূল পঞ্চায়েত সদস্যর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয় ৷

স্বামীকে কুপিয়ে খুন করায় পঞ্চায়েত সদস্য স্ত্রী ও ছেলের বক্তব্য

মালদা, 13 সেপ্টেম্বর: কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীকে ৷ মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি ৷ ঘটনাটি ঘটেছে রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চাতর গ্রামে ৷ বুধবার বাড়ি থেকে 100 মিটার দূরে একটি জঙ্গল থেকে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে ৷ পরিবারের দাবি, গতকাল রাত থেকেই মুক্তিপণ দাবি করে ফোন আসছিল ৷ সেই ফোন নম্বর দেওয়া হলেও পুলিশ কোনও গুরুত্ব দেয়নি ৷ বুধবার মৃতদেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা পুখুরিয়া থানার পুলিশকে বাধা দেন ৷ তাদেরকে ঘিরে বিক্ষোভও দেখানো হয় ৷ শেষ পর্যন্ত অবশ্য পুলিশ মৃতদেহ উদ্ধার করতে সমর্থ হয় ৷ গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ৷

নিহত ব্যক্তির নাম সাদেক আলি (54)৷ চাতরা গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা তাঁরা ৷ গ্রামে মিষ্টির দোকান রয়েছে তাঁর ৷ স্ত্রী আনোয়ারা বিবি শ্রীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ৷ তাঁর দাবি, রাজনৈতিক কারণেই তাঁর স্বামীকে খুন করা হয়েছে ৷ তিনি বলেন, "গতকাল বিকেল চারটের সময় স্বামী দোকানে গিয়েছিল ৷ দোকান থেকে রাত ন'টা নাগাদ বেরোয় ৷ রাত 10টা নাগাদ আমার ছেলের মোবাইলে স্বামীর নম্বর থেকে ফোন আসে ৷ ফোনে অন্য কেউ এক লাখ টাকা দাবি করে ৷ ছেলেকে বলে, এক লাখ টাকা না-দিলে তোর বাবা মারা যাবে ৷ আমরা তারপরই উনার খোঁজ শুরু করি ৷ কিন্তু কোথাও খোঁজ পাইনি ৷ আজ সকালে ফের ছেলের মোবাইলে ফোন আসে ৷ এবার আধঘণ্টার মধ্যে দু'লাখ টাকা দাবি করা হয় ৷ এরপর বেলা 12টা নাগাদ তাঁর দেহ উদ্ধার হয় ৷ আমি খুনের বদলে খুন চাই ৷ পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করেই আমার স্বামীকে মারা হয়েছে ৷ ওর কোনও শত্রু ছিল না ৷"

নিহত সাদেক সাহেবের ছেলে আকতারুল হকের কথায়, "গতকাল রাত ন'টা নাগাদ বাবা দোকানে ছিল ৷ সাড়ে ন'টার সময় দোকান থেকে বেরোয় ৷ সাড়ে 10টা নাগাদ এক লাখ টাকা দাবি করে আমার কাছে ফোন আসে ৷ টাকা না-দিলে বাবার বিপদ আছে বলে শাসায় ৷ কোথায় টাকা দেব জিজ্ঞেস করতেই ফোন কেটে দেয় ৷ গোটা রাত বাবার ফোন সুইচড অফ ছিল ৷ ফের সকাল আটটায় ফোন আসে ৷ এবার দু'লাখ টাকা দাবি করে ৷ গতকাল রাত 11টাতেই পুলিশকে সব ঘটনা জানানো হয় ৷ বাবার সঙ্গে অনেকের টাকার লেনদেন ছিল ৷ আমার সন্দেহ, রাজনীতির জন্যই বাবাকে খুন করা হয়েছে ৷ আমি এই ঘটনার সঠিক তদন্ত দাবি করছি ৷"

বিষয়টি নিয়ে পুখুরিয়া থানার এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ ঘটনার তদন্তও শুরু হয়েছে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷"

আরও পড়ুন : জমি বিবাদের খুনে রাজনৈতিক রং, বদলা নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.