ETV Bharat / state

Panchayat Board Formation: বিজেপির হাত ধরে পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠনের পথে তৃণমূল, চাঞ্চল্য মালদায়

author img

By

Published : Aug 9, 2023, 10:39 PM IST

বিজেপির জয়ী 11 জন প্রার্থীকেই নিজেদের ডেরায় তুলে রেখেছে তৃণমূল ৷ এমনই অভিযোগ গেরুয়া শিবিরের ৷ শুধু পঞ্চায়েত সমিতিই নয়, জেলার বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়তেও বিজেপির হাত ধরেছে শাসকদল, এমনও অভিযোগ উঠছে মালদায় ৷

Panchayat Board
বিজেপির হাত ধরে পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠনের পথে তৃণমূল

মালদা, 9 অগস্ট: তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বক্সি দাবি করছেন, ত্রিস্তর পঞ্চায়েতের বোর্ড গড়তে কোথাও বিজেপির সমর্থন নেওয়া যাবে না ৷ কিন্তু তাঁর দাবি যে কার্যত অন্তঃসারশূন্য, তা কালিয়াচক 3 নম্বর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেই প্রমাণিত ৷ এই পঞ্চায়েত সমিতিতে জয়ী 11 জন বিজেপি প্রার্থীকে নিজেদের ডেরায় তুলে রেখেছে তৃণমূল ৷ এনিয়ে গেরুয়া শিবিরের অন্দরেও শুরু হয়েছে দোষারোপের পালা ৷ তবে শুধু এই পঞ্চায়েত সমিতিই নয়, জেলার বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়তেও বিজেপির হাত ধরেছে শাসকদল ৷

এবারের পঞ্চায়েত নির্বাচনে 42 আসনের কালিয়াচক 3 নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল 13টি, বিজেপি 11টি, কংগ্রেস 15টি, সিপিএম 1টি এবং অন্যান্য 2টি আসন পেয়েছে ৷ ফলে এই পঞ্চায়েত সমিতি ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে ৷ এই আবহে পঞ্চায়েত সমিতির বিজেপির 11 জন প্রার্থীর সমর্থন কংগ্রেস ও তৃণমূলের প্রয়োজন ৷ কংগ্রেসকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপির জয়ী 11 জন প্রার্থীকেই শিলিগুড়ির একটি বিলাসবহুল হোটেলের ডেরায় তুলে ফেলেছে ঘাসফুল শিবির ৷ এনিয়ে গেরুয়া শিবিরে দেখা দিয়েছে বিতর্ক ৷

স্থানীয় বাসিন্দা তথা বিজেপির জেলা সহসভাপতি তারক ঘোষ জানাচ্ছেন, এই ঘটনার পিছনে রয়েছে এলাকার প্রাক্তন দলীয় বিধায়ক স্বাধীনকুমার সরকারের হাত ৷ আগেরবারও এই পঞ্চায়েত সমিতিতে বোর্ড গড়তে তৃণমূলকে সমর্থন করেছিলেন তাঁদের প্রার্থীরা ৷ স্বাধীনবাবুর নির্দেশেই তাঁরা সেটা করতে বাধ্য হয়েছিলেন ৷ তিনিই আমাদের জয়ী প্রার্থীদের তৃণমূলের ডেরায় পাঠিয়ে দিয়েছেন ৷ এখন তিনি আমার কাঁধে দোষ চাপানোর চেষ্টা করছেন ৷

এদিকে স্বাধীনবাবু বলেন, "তারক ঘোষ আমাদের জয়ী প্রার্থীদের তৃণমূলের কাছে বিক্রি করে দিয়েছেন ৷ এর পিছনে মোটা অংকের টাকার খেলা রয়েছে ৷ আমার কাছে তার যাবতীয় প্রমাণ রয়েছে ৷ কারও ব্যক্তিগত স্বার্থে দলের ক্ষতি আমি মেনে নিতে পারব না ৷" এনিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ জানান, তৃণমূলের লোকজন ভয় দেখিয়ে আমাদের জয়ী প্রার্থীদের অপহরণ করেছে ৷ মালদায় আজ, বুধবার থেকে 12 অগস্ট পর্যন্ত 146টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করা হবে ৷ 14 অগস্ট 15টি পঞ্চায়েত সমিতি ও 16 অগস্ট জেলা পরিষদের বোর্ড গঠিত হবে ৷

আরও পড়ুন: বোর্ড গঠনের আগে থানায় আটক নির্দল জয়ী প্রার্থী, প্রতিবাদে বিক্ষোভ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.