ETV Bharat / state

Panchayat Elections 2023: কালিয়াচকের ভোটের উত্তাপ, সিপিএম প্রার্থীকে মারধরে অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : Jun 26, 2023, 8:05 PM IST

Etv Bharat
আক্রান্ত সিপিএম কর্মী

সিপিএম প্রার্থীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকে ৷ আহত সিপিএম প্রার্থী বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

আক্রান্ত সিপিএম প্রার্থী ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য

মালদা, 26 জুন: ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ছাড়চ্ছে মালদার কালিয়াচকে ৷ রবিবার রাতে কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ি গ্রামে আক্রান্ত হয়েছেন ওই এলাকার সিপিএম গ্রাম পঞ্চায়েত প্রার্থী ৷ এই ঘটনায় সরাসরি নাম জড়িয়েছে বুথের তৃণমূল প্রার্থী ও তাঁর সঙ্গীদের ৷ আহত সিপিএম প্রার্থী বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ গোটা ঘটনা নিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ ঘটনার তদন্তে নামলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি ৷

আক্রান্ত সিপিএম প্রার্থীর নাম কাওসার আলি ৷ এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজনগর কাঁঠালবাড়ির 16 নম্বর বুথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি ৷ রবিবার রাতে এলাকায় প্রচার চালানোর সময় তিনি আক্রান্ত হন ৷ তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এই ঘটনায় আক্রান্ত কাওসার বলেন, "এবারের নির্বাচনে আমি সিপিএমের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিই ৷ তারপর থেকেই মনোনয়ন প্রত্যহারের জন্য তাঁর উপর চাপ দিয়ে যাচ্ছে তৃণমূলের লোকজন ৷ 20 জুন, মনোনয়ন প্রত্যাহারের দিন দুপুর তৃণমূলের অঞ্চল সভাপতি মাসিদুর রহমান ও ওই বুথের তৃণমূল প্রার্থী হুমায়ুন শেখ আমাকে মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশ দেয় ৷ তাদের কথা না মানলে আমার ব্যবসা বন্ধ করা থেকে শুরু করে খুনে করারও হুমকি দেয় ৷ গতকাল রাতে আমি যখন এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলাম, তখন হুমায়ুন ও তার দলবল আমার উপর হামলা চালায় ৷ হুমায়ুন লোহার রড দিয়ে আমার মাথায় মারে ৷ ওদের সঙ্গে বোমা-পিস্তলও ছিল ৷ এই ঘটনার পর আমি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ৷ আমি পুলিশের কাছে নিরাপত্তা দাবি করছি ৷ হুমায়ুনরা আমাকে খুন করে দিতে পারে ৷ অতীতে ওদের নামে অনেক খারাপ রিপোর্টও রয়েছে ৷"

এলাকার সিপিএম নেতা তথা এই নির্বাচনে জেলা পরিষদ প্রার্থী ইয়াসিন মহালদারের কথায়, "কাঁঠালবাড়ি গ্রামের বাম প্রার্থী কাওসার মনোনয়ন জমা দেওয়ার দিন থেকেই তৃণমূল তাকে বিভিন্নভাবে চাপ দিতে শুরু করে ৷ আমাদের কথায় ও নিজের মনোনয়নপত্র জমা দেয় ৷ 20 জুন তৃণমূলিরা মনোনয়ন প্রত্যাহার করাতে ওকে ব্লক অফিসে ধরে নিয়ে যায় ৷ এরপর বাড়ির সামনেই ওকে আক্রমণ করে সেখানকার তৃণমূল প্রার্থী হুমায়ুন শেখ ৷ ওকে ভোট প্রচার করতেও বাধা দেওয়া হয় ৷ হুমকি দেওয়া হয়, ভোটের প্রচার করলে ওকে প্রাণে মেরে ফেলা হবে ৷ ওর বাড়িতেও বোমা মারা হবে ৷ অবশেষে তৃণমূলের প্রার্থী হুমায়ুন শেখ ও তার দলবল কাওসারের উপর হামলা চালায় ৷"

এদিকে তৃণমূলের কালিয়াচক 1 নম্বর অঞ্চলের সভাপতি মাসিদুর রহমানের দাবি, "ওই এলাকাতে তো সিপিএম বলেই কিছু নেই ৷ কংগ্রেসও প্রার্থী দেয়নি ৷ ওখানে আমাদের প্রার্থী ভোটের আগেই জিতে বসে রয়েছেন ৷ এই ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নেই ৷ ওরা নিজেদের মধ্যে ঝামেলা করেছে ৷ এখন সেই ঝামেলায় রাজনৈতিক রং লাগানো হচ্ছে ৷"

আরও পড়ুন: তীব্র কোন্দল তৃণমূলে, জেলা কমিটির বিরুদ্ধে তদন্তের দাবি সহ সভাপতির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.