ETV Bharat / state

Malda Murder Case: চার মাস পর বাবার দেহ শনাক্ত বড় ছেলের, খুনের অভিযোগ পরিবারের সদস্যদের বিরুদ্ধে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 6:34 AM IST

সম্পত্তির লোভে ব্যক্তিকে খুনের অভিযোগ স্ত্রী, দুই ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে প্রামাণ লোপাট করতে কালভার্টে ফেলা হয় দেহ ৷ ভিন রাজ্য থেকে ছুটিতে বাড়ি এসে বন্ধুর মোবাইলে ছবি দেখে বাবার দেহ শনাক্ত করল বড় ছেলে ৷

Etv Bharat
বাবার দেহ শনাক্ত বড় ছেলের

বাবার দেহ শনাক্ত বড় ছেলের

মালদা, 21 সেপ্টেম্বর: চার মাস আগে নিখোঁজ ব্যাক্তির দেহ শনাক্ত করলেন বড় ছেলে ৷ পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামের ঘটনা ৷ নিহতের নাম আজহার শেখ (61) ৷ গত ২২ এপ্রিল স্থানীয় মুচিয়া গ্রাম পঞ্চায়েতের সিন্ধিয়া গ্রামে একটি কালভার্টের নীচ থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ তবে গতকাল পর্যন্ত মৃতদেহটি অজ্ঞাত পরিচয় হিসেবেই মালদা মেডিক্যালের মর্গে সংরক্ষিত ছিল ৷ বুধবার এক বন্ধুর মোবাইলে মৃতদেহের ছবি দেখে তাঁকে নিজের বাবা বলে শনাক্ত করেন মৃতের বড় ছেলে মাহেদুর শেখ ৷

সূত্রের খবর, 4 মাস আগে আচমকা উধাও হয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি ৷ বাড়ির সদস্যরাও সেই কথাই বলেছিলেন সবাইকে ৷ বিষয়টি জানানো হয়েছিল ভিনরাজ্যে কর্মরত বড় ছেলেকেও ৷ চারদিকে খোঁজখবর চালিয়েও সন্ধান মেলনি ৷ তবে এই আচমকা অন্তর্ধান নিয়ে গ্রামের অনেকের মধ্যে সন্দেহ ছিল ৷ সেই সময়েই দূরের একটি গ্রামে কালভার্টের নীচ থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ ৷ সে কথা এই গ্রামের কেউ জানতেন না।

অজ্ঞাত পরিচয় দেহটি সংরক্ষণ করে রাখা হয় মালদা মেডিক্যালে ৷ মঙ্গলবার ভিনরাজ্য থেকে বাড়ি ফিরে আসেন বড় ছেলে মাহেদুর শেখ ৷ বন্ধুদের সঙ্গে দেখা করতে গ্রামের চায়ের দোকানে যান ৷ সেখানেই এক বন্ধুর মোবাইলে একটি মৃতদেহের ছবি দেখেন ৷ সেই ছবি দেখেই চিনতে পারেন তাঁর বাবাকে ৷ ওই যুবক বাড়ির সকলের সঙ্গে কথা বলেন ৷

অভিযোগ, সম্পত্তির লোভে ওই ব্যক্তিকে খুন করে অন্য গ্রামের কালভার্টের নীচে ফেলে এসেছিলেন তাঁরই স্ত্রী, দুই ছেলে ও দুই পুত্রবধূ ৷ বুধবার সকালে গোটা ঘটনা জানিয়ে স্থানীয় থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বড় ছেলে ৷ পুলিশ চারজনকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায় ৷ তবে এক ছেলের খোঁজ মিলছে না ৷ পুলিশি জেরায় ধৃতরা নিজেদের দোষ স্বীকার করেছে বলে জানাচ্ছেন তদন্তকারী অফিসাররা ৷ এরপরই তাঁদের গ্রেফতার করা হয় ৷ পরিবারের পলাতক সদস্যেরও সন্ধান শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: মহিলার দেহ উদ্ধারের 13 দিন পর খুনের কিনারা, জেরায় স্বীকার অভিযুক্তের

ঘটনা প্রসঙ্গে মাহেদুর শেখ বলেন, "বাড়ি ফিরে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলাম ৷ সেখানেই এক বন্ধু মোবাইলে একটি মৃতদেহের ছবি দেখায় ৷ ছবি দেখেই বাবাকে চিনতে পারি ৷ পরে থানায় অভিযোগ দায়ের করি। আমার এক নম্বর ভাই পুলিশি জেরায় বাবাকে খুন করার কথা স্বীকার করেছে ৷ যারা আমার বাবাকে খুন করেছে, তাদের সবার ফাঁসি চাই ৷"

নিহতের দাদা সুকুরুদ্দিন শেখ বলেন, "ঘটনার সময় ভাইয়ের স্ত্রী আমায় বলেছিল, ভাই নাকি ব্যাগ নিয়ে বাইরে কোথাও গিয়েছে ৷ তাই আমরা আর বাড়তি গুরুত্ব দিইনি ৷ পরে ওর ছেলে বলছে, ভাইয়ের আধার, ভোটার কার্ড-সহ সব নথি বাড়িতে আছে ৷ তখন আমার সন্দেহ হয় পরিবারের লোকজনই খুন করেছে ৷ আজ মোবাইলে ছবি দেখেই চিনতে পারি, ওটা আমার ভাই ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.