ETV Bharat / state

Clash in Chanchal: চাষের জমির দখল নিয়ে রণক্ষেত্র, অস্ত্রের কোপে আক্রান্ত 6

author img

By

Published : Apr 10, 2023, 10:56 PM IST

Etv Bharat
ধারালো অস্ত্রের কোপে আক্রান্ত 6

সোমবার চাষের জমির দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় চাঁচলের খানপুর-হুলাসপুর মৌজায় ৷ জমি বিবাদ পৌঁছায় হাতাহাতি পর্যন্ত ৷ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন 6 জন ৷

মালদা, 10 এপ্রিল: চাষের জমির দখলকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্র হয়ে ওঠে মালদার চাঁচল থানার, দিঘা বসতপুরের খানপুর-হুলাসপুর মৌজা ৷ কর্দমাক্ত জমিতেই চলে দু'ক্ষের হাতাহাতি ৷ সংঘর্ষ গুরুতর আকার নিতেই লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠেছে দখলকারীদের বিরুদ্ধে ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন ৷ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে আহতরা চিকিৎসাধীন ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 9 শতক জমি দিয়ে রাসেদ আলি ও রেজাউল ইসলামের মধ্যে বিবাদ চলছে দীর্ঘদিন ধরেই ৷ অভিযোগ, সোমবার সকালে রেজাউল ইসলাম দলবল নিয়ে ওই জমি দখল করতে আসেন ৷ নিমেষে বচসায় জড়িয়ে পড়েন দু’পক্ষের লোকজন ৷ কাদা জমিতেই দুই পক্ষের হাতাহাতি চলতে থাকে ৷ পরিস্থিতি বেগতিক দেখে জমি দখলকারীরা, রাসেদ আলির পরিবারকে লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো ছোড়েন ৷ অতর্কিত এই আক্রমণ সামলে ওঠার আগেই রেজাউল ইসলামের দলবল ধারালো অস্ত্রের কোপ মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ৷ ঘটনা দেখতে পেয়েই ছুটে আসেন স্থানীয়রা ৷ এরপর আহতদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে, গা ঢাকা দিয়েছেন বলে দাবি, স্থানীয় বাসিন্দাদের ৷

আরও পড়ুন: সোশাল মিডিয়ায় ভাইরাল আই লাভ কেওড়াতলা মহাশ্মশান, মিথ্যা প্রচারে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

আক্রান্ত রাসেদ আলি বলেন, "ওই জমিটা আমাদের ৷ দীর্ঘদিন ধরে ওরা জমি দখল করে চাষাবাদ করছিলেন ৷ আমরা ওদের পাঁচ শতক জায়গায় চাষাবাদ করতে দিতেও রাজি হয়েছিলাম ৷ কিন্তু তাতে ওরা রাজি হয়নি ৷ সোমবার সকালে পুরো জায়গা দখল করতে আসেন তাঁরা ৷ সেই সময় আমরা পরিবারের বেশ কয়েকজন জমিতে কাজ করছিলাম ৷ বাধা দিতে গেলে লোহার রড, হাঁসুয়া নিয়ে হামলা চালায় ৷ আমরা সংখ্যায় বেশি লোক থাকায় বাধ্য হয়ে লঙ্কার গুঁড়ো পর্যন্ত ছোড়ে ৷ সমস্ত ঘটনা জানিয়ে আমরা চাঁচল থানায় অভিযোগ দায়ের করব ৷" যদিও, চাঁচল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ৷ তবে ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.