ETV Bharat / state

হরিশচন্দ্রপুরে লাইনচ্যুত শিলিগুড়ি - মালদা প্যাসেঞ্জার

author img

By

Published : May 30, 2021, 8:12 PM IST

আনুমানিক 4.50 নাগাদ হরিশচন্দ্রপুর স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে যায় ডিএমইউ প্যাসেঞ্জার । তবে গতি খুব একটা না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় ট্রেনটি ।

হরিশচন্দ্রপুরে লাইনচ্যুত ট্রেন
হরিশচন্দ্রপুরে লাইনচ্যুত ট্রেন

মালদা, 30 মে : লাইনচ্যুত হয়ে সামান্যর জন্য বড়সড় দুর্ঘটনার কবল থেকে বাঁচল ডিএম‌ইউ প্যাসেঞ্জার ট্রেন । ঘটনায় হতাহতের কোন‌ও খবর নেই ।

রেল সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে আজ থেকে চালু করা হয়েছিল শিলিগুড়ি - মালদা 075720 ডাউন ডিএম‌ইউ প্যাসেঞ্জার । আনুমানিক 4.50 নাগাদ হরিশচন্দ্রপুর স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে যায় ডিএমইউ প্যাসেঞ্জার । তবে গতি খুব একটা না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় ট্রেনটি ।

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল ডিএমইউ প্যাসেঞ্জার

এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসেন হরিশচন্দ্রপুর ও কুমেদপুরের আরপিএফ কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা । স্থানীয় এক বাসিন্দা আবদুল লতিফ জানান, হরিশচন্দ্রপুর স্টেশনে ঢোকার ঠিক আগে ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনটির ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে যায় । সম্ভবত লাইন ক্রসিংয়ের কোনও গোলযোগের কারণে এই ঘটনা ঘটেছে । তবে ড্রাইভারের তৎপরতায় কোন‌ও বড় দুর্ঘটনা ঘটেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.