ETV Bharat / state

বাড়ি ঢুকে লুট গয়না, টাকা; বাধা দেওয়ায় কোপ দম্পতিকে

author img

By

Published : Jun 20, 2019, 10:10 AM IST

Updated : Jun 20, 2019, 10:17 AM IST

ঘটনায় আহত এজাজুল হক

মাঝরাতে বাড়িতে ঢুকল একদল ডাকাত । নগদ টাকা, গয়না সহ মোবাইল নিয়ে পালায় তারা । বাধা দিতে গেলে ছুরিকাঘাতে আহত হন দম্পতি ।

মালদা, 20 জুন : মাঝরাতে বাড়িতে ঢুকে ডাকাতি করল একদল দুষ্কৃতী । বাধা দিতে গেলে ছুরি নিয়ে দম্পতির উপর হামলা চালায় তারা । গতকাল মাঝরাতে ঘটনাটি ঘটে গাজোল ব্লকের বৈরগাছি গ্রাম পঞ্চায়েতের দেওয়ানি গ্রামে ৷ ডাকাতদের ছুরিকা আঘাতে আহত ব্যক্তি বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি রয়েছেন । গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

দেওয়ানি গ্রামের বাসিন্দা এজাজুল হক (৩২) একজন সম্পন্ন কৃষক ৷ বাড়িতে রয়েছেন বিবি রেণুকা ও তিন ছেলেমেয়ে । গতকাল মাঝরাতে ছাদ দিয়ে ৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের বাড়ির ভিতর ঢুকে পড়ে ৷ বাধা দিতে গেলে তারা এজাজুল ও তার বিবির উপর হামলা চালায় ৷ রেণুকা বিবিকে মারধর করে । এজাজুলকে ছুরি দিয়ে আঘাত করে ৷ এরপর রেণুকা বিবির গায়ে থাকা সোনার গয়নাসহ বাড়িতে থাকা নগদ দেড় লাখ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ডাকাতের দলটি ৷ পরে এজাজুল ও রেণুকার চিৎকারে স্থানীয়রা তাদের বাড়িতে এসে দেখেন তারা আহত অবস্থায় পড়ে রয়েছেন ৷ আহত দম্পতিকে তড়িঘড়ি স্থানীয় হাতিমারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর রেণুকা বিবিকে ছেড়ে দেওয়া হলেও এজাজুলকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এজাজুলের দাদা এনামুল হক বলেন, "রাত সাড়ে ১২টার পর ঘটনাটি ঘটে ৷ ডাকাতরা ছাদ দিয়ে ঘরে ঢুকে এজাজুল ও তার বিবিকে ঘিরে ধরে ৷ ডাকাতদের দেখতে পেয়ে ভাই বাধা দেওয়ার চেষ্টা করে ৷ তখনই তারা ভাইয়ের গলার দুই জায়গায় ছুরি চালায় ৷ মারধরও করে ৷ এরই মধ্যে ডাকাতরা বাড়িতে থাকা দেড় লাখ টাকা, ভাইয়ের বউয়ের সোনার গয়না ও তাদের একটি মোবাইল ফোন নিয়ে দলটি পালিয়ে যায় ৷ ওরা সবাই মুখোশ পরেছিল ৷ ফলে তাদের চেনা যায়নি ৷ রাতেই আমরা ভাইদের হাতিমারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই ৷ সেখান থেকে ভাইকে মালদা মেডিকেলে নিয়ে আসা হয় ৷ আমরা গোটা ঘটনাটি গাজোল থানায় জানিয়েছি ৷ পুলিশ রাতে গ্রামে তদন্তে যায় ৷ আজ সকালেও পুলিশ গ্রামে গিয়েছে ৷"

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ডাকাত দলটি স্থানীয় ৷ পুরোনো কোনও শত্রুতার জেরে এই ঘটনা ঘটিয়েছে তারা ৷ তবে এখনও কাউকে চিহ্নিত করা যায়নি ৷

Intro:মালদা, ২০ জুন : মাঝরাতে ডাকাতদের হামলার শিকার হলেন এক দম্পতি৷ গতকাল রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের বৈরগাছি গ্রাম পঞ্চায়েতের দেওয়ানি গ্রামে৷ ডাকাতদের হাতে ছুরিকাহত শওহর বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ গোটা ঘটনায় গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷Body:         দেওয়ানি গ্রামের বাসিন্দা আজিজুল হক (৩২) সম্পন্ন কৃষক৷ বাড়িতে রয়েছেন বিবি রেণুকা সহ তিন ছেলেমেয়ে৷ ছোটো মেয়েটির বয়স মাত্র ৬ মাস৷ গতকাল রাতে বাচ্চাকে নিয়ে বাড়ির ডাইনিং রুমে ঘুমিয়েছিলেন এজাজুল ও রেণুকা৷ মাঝরাতে বাড়ির ছাদ দিয়ে ৬ জনের একটি ডাকাতদল ডাইনিং রুমে ঢুকে পড়ে৷ বাধা দিলে তারা দম্পতির উপর হামলা চালায়৷ রেণুকা বিবিকে মারধরের পাশাপাশি এজাজুলের গলার দুই জায়গায় ছুরি দিয়ে আঘাত করে৷ তাঁর ডান হাতেও ছুরি দিয়ে আঘাত করে ডাকাতরা৷ এরপর রেণুকা বিবির গায়ে থাকা সোনার গয়না সহ বাড়িতে থাকা দেড় লক্ষ টাকা ও চার্জে বসানো একটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় তারা৷ দম্পতির চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে স্থানীয়রা এজাজুলদের বাড়িতে ছুটে আসেন৷ আহত দম্পতিকে তড়িঘড়ি স্থানীয় হাতিমারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ প্রাথমিক চিকিৎসার পর রেণুকা বিবিকে ছেড়ে দেওয়া হলেও এজাজুলকে রেফার করে দেওয়া হয় মালদা মেডিকেলে৷ বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন৷
         এজাজুলের দাদা এনামুল হক বলেন, "রাত সাড়ে ১২টার পর ঘটনাটি ঘটে৷ ডাকাতরা ছাদ দিয়ে ঘরে ঢুকে এজাজুল ও তার বিবিকে ঘিরে ধরে৷ ডাকাতদের দেখতে পেয়ে ভাই বাধা দেওয়ার চেষ্টা করে৷ তখনই তারা ভাইয়ের গলার দুই জায়গায় ছুরি চালায়৷ মারধরও করে৷ এরই মধ্যে ডাকাতরা বাড়িতে থাকা দেড় লক্ষ টাকা, ভাই বউয়ের সোনার অলঙ্কার ও তাদের একটি মোবাইল ফোন নিয়ে নেয়৷ ভাইদের চিৎকারে পড়শিরা জেগে গেলে ডাকাত দলটি পালিয়ে যায়৷ দুষ্কৃতীরা সবাই মুখোশ পরে ছিল৷ ফলে তাদের চেনা যায়নি৷ রাতেই আমরা ভাইদের হাতিমারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই৷ সেখান থেকে ভাইকে মালদা মেডিকেলে রেফার করা হয়৷ আমরা গোটা ঘটনাটি গাজোল থানায় জানিয়েছি৷ পুলিশ রাতে গ্রামে তদন্তে যায়৷ আজ সকালেও পুলিশ গ্রামে গিয়েছে৷"
Conclusion:         গাজোল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ডাকাত দলটি স্থানীয়৷ পুরোনো কোনও শত্রুতার জেরে এই ঘটনা ঘটিয়েছে তারা৷ তবে এখনও কাউকে চিহ্নিত করা যায়নি৷ তার চেষ্টা চলছে৷
Last Updated :Jun 20, 2019, 10:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.