ETV Bharat / state

Malda Shoot Out: মোবাইল টাওয়ার বসানোর টাকা নিয়ে বিবাদ, শুটআউটে আহত এক

author img

By

Published : May 18, 2023, 8:07 AM IST

Malda Shoot Out
শুটআউটে আহত এক

শুটআউটে আহত হয়ে মালদা মেডিক্যালে ভরতি বছর ছাব্বিশের এক যুবক ৷ বুধবার ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ভবানীপুর গ্রামে।

মালদায় শুটআউটে আহত এক

মালদা, 18 মে: মোবাইল টাওয়ারের পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে শুটআউট ৷ তাতে গুলিবিদ্ধ এক ব্যক্তি ৷ বর্তমানে তিনি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ বুধবার ঘটনাটি ঘটেছে মানিকচকের গোপালপুরের শান্তিমোড় এলাকায় ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

গুলিবিদ্ধ ব্যক্তির নাম মির্জা আকবর (26) ৷ বাড়ি ইংরেজবাজারের মিলকি এলাকায় ৷ পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইলের টাওয়ার বসানোর নামে মির্জা আকবরের থেকে শান্তিপুর এলাকার আলিম আক্তার নামে এক ব্যক্তি 30 হাজার টাকা নিয়েছিলেন ৷ কিন্তু কাজ না-হওয়ায় সেই টাকা ফেরত চান মির্জা ৷ সেই টাকা ফেরত দেওয়ার নামে শান্তিপুর এলাকায় ডেকে পাঠানো হয় মির্জা আকবরকে ৷ অভিযোগ, সেখানে মির্জা আকবরকে মারধর করা হয়। পাশাপাশি তাঁর সঙ্গে থাকা 66 হাজার টাকাও ছিনিয়ে নেয় অভিযুক্তরা ৷

এরপর মির্জা আকবরকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ গুলি লাগে মির্জার বাঁ-পায়ে ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি ৷ মালদা মেডিক্যালে যাওয়ার পথে মির্জা জানান, মোবাইলের টাওয়ার বসানোর জন্য মানিকচকের গোপালপুর এলাকায় আলিম আক্তার নামে এক ব্যক্তিকে 30 হাজার টাকা দিয়েছিলেন ৷ সেই টাকা গত 10 দিন ধরে ফেরত দেওয়ার কথা বললেও টাকা ফেরত দেয়নি সে ৷

আরও পড়ুন: বজবজ শুটআউট কাণ্ডে গ্রেফতার 2 মূল অভিযুক্ত

সেই টাকা নেওয়ার জন্য শান্তিপুর এলাকায় যান তিনি ৷ সেখানে তাঁকে মারধর করা হয় ও সঙ্গে থাকা নগদ 66 হাজার টাকা নিয়ে নেয় ওরা ৷ এরপরেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভরতি করেন ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি ৷ তবে ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এদিকে, মালদায় বারবার প্রকাশ্যে শুটআউটের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । এত সহজে কীভাবে আগ্নেয়াস্ত্র হাতে হাতে ছড়িয়ে পড়ছে তা জানতে চায় প্রশাসন ৷ পুলিশের এত সোর্সের আড়ালে কীভাবে এত অস্ত্র মালদায় এসে পৌঁছচ্ছে সেটাও ভাবাচ্ছে পুলিশ কর্তাদের।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.