ETV Bharat / state

নিউ নর্মালে দুর্গাপুজোর নিয়ম নিয়ে বৈঠক মালদায়

author img

By

Published : Sep 28, 2020, 9:08 PM IST

Malda
Malda

আজ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাকক্ষে মালদা শহরের পুজো উদ্যোক্তাদের নিয়ে আলোচনা হয় ৷ আলোচনা সভায় উপস্থিত ছিলেন DSP (হেড কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় ।

মালদা, 28 সেপ্টেম্বর : কোরোনা সংক্রমণ রুখতে এবছর দুর্গাপুজোর কার্নিভাল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সংক্রমণ রুখতে কী কী করণীয় সেই প্রশ্ন আজ মালদার পুজো উদ্যোক্তাদের সামনে তুলে ধরল জেলা প্রশাসন ।

আজ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাকক্ষে মালদা শহরের পুজো উদ্যোক্তাদের নিয়ে আলোচনা হয় ৷ আলোচনা সভায় উপস্থিত ছিলেন DSP (হেড কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার IC মদনমোহন রায়, ইংরেজবাজারের BDO সৌগত চৌধুরি, মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডুসহ প্রশাসনের অন্য কর্তারা ৷ নিউ নর্মালে কীভাবে পুজো করতে হবে তা এদিনের বৈঠকে পুজো কমিটিগুলির সামনে তুলে ধরল জেলা প্রশাসন ৷

প্রশান্তবাবু পুজো কমিটিগুলির উদ্দেশে বলেন, “এবছর অন্যান্য বছরের থেকে আলাদা ৷ সকলেই কোরোনার সঙ্গে লড়াই করে চলেছেন । যাঁদের পরিবারের লোকজন ইতিমধ্যে কোরোনায় সংক্রমিত হয়েছেন তাঁরা বিষয়টি বুঝতে পারছেন । এবছর বেশ কিছু বাধ্যবাধকতা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে । যার মধ্যে উল্লেখযোগ্য হল- এবছর মণ্ডপের সামনের অংশ ফাঁকা রাখতে হবে অর্থাৎ এবার প্যান্ডেল খোলা রাখতে হবে ৷ মণ্ডপে দর্শনার্থীদের হাতে প্রবেশের সময় এমনকী বেরোনোর সময়ও স্যানিটাইজ়ার দিতে হবে ৷ দর্শনার্থীদের মুখে অবশ্যই মাস্ক থাকতে হবে ৷ যাঁদের মুখে মাস্ক নেই তাঁদেরকে মাস্ক সরবরাহ করতে হবে ৷ এবছর কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.