ETV Bharat / state

Lakshmir Bhandar: দুর্নীতির গন্ধ! গ্রাহকের বদলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 8:00 PM IST

Updated : Oct 27, 2023, 8:11 PM IST

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গ্রাহকের অ্যাকাউন্টে না ঢুকে তা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে ৷ এমনই অভিযোগ তুলেছেন মালদার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মহিলারা ৷

Etv Bharat
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় দুর্নীতি নিয়ে সরব উপভোক্তারা

মালদা, 27 অক্টোবর: লক্ষ্মীপুজোর মধ্যেই ভাণ্ডার খালির অভিযোগ ৷ নিজেদের নামে বরাদ্দ হওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চলে যাচ্ছে অন্যদের অ্যাকাউন্টে ৷ এক কিংবা দু'জন নয়, এই ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুরের শ'খানেক মহিলার সঙ্গে ৷ এর পিছনে ব্লক অফিসের কর্মীদের একাংশের বিরুদ্ধে অভিযোগও তুলেছেন অনেকে ৷ পুজোর ছুটির পর অফিস খুললেই তাঁরা এনিয়ে বিডিওকে লিখিত অভিযোগ জানাতে চলেছেন ৷ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন খোদ জেলাশাসক ৷

ঘটনাটি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ৷ ওই ব্লকের শিমদাহা গ্রামের সাবিনা বিবি বলছেন, "আট মাস আগে আমার নাম লক্ষ্মীর ভাণ্ডারে উঠেছিল ৷ কিন্তু আজ পর্যন্ত আমার অ্যাকাউন্টে ওই প্রকল্পের একটি টাকাও ঢোকেনি ৷ সিএসপিতে এসে জানতে পারি, আমার নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠানো হলেও সেটা অন্য কারও অ্যাকাউন্টে ঢুকছে ৷ যার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তার নামও সাবিনা বিবি ৷ তবে দু’জনের অ্যাকাউন্ট নম্বর আলাদা ৷ অ্যাকাউন্টে টাকা না ঢোকায় আমি আট মাস ধরেই বিভিন্ন জায়গায় ঘুরছি ৷ চারদিন ব্লকেও গিয়েছি ৷ কাজ হয়নি ৷ বিডিওর দেখাও পাইনি ৷ দুয়ারে সরকার ক্যাম্পে ফের নিজের কাগজপত্র জমা দিয়ে গিয়েছিলাম ৷ তখন সিভিক পুলিশরা বলেছিল, নতুন করে কাগজ জমা দিলে যা পাচ্ছি, সেটাও পাব না ৷ ওরা আমাকে অ্যাকাউন্ট ঠিক করতে বলেছিল ৷ এতদিন কিছু বুঝতে পারিনি ৷ আজ গোটা বিষয় জানতে পারলাম ৷"

আরেক উপভোক্তা, অর্জুনা গ্রামের সাকিনা খাতুনের কথায়, "লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পেয়ে প্রতি মাসেই সিএসপিতে নিজের অ্যাকাউন্ট চেক করাতে আসি ৷ কিন্তু এতদিন কিছু বুঝতে পারিনি ৷ অবশেষে মাসখানেক আগে জানতে পারি, আমার নামে পাঠানো টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকছে ৷ দু’জনের নাম এক হলেও অ্যাকাউন্ট নম্বর আলাদা ৷ আমার মনে হয়, ব্লকে ঠিকমতো কাজ না হওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে ৷ এই ঘটনার সঙ্গে ব্লকের কর্মীদেরও যোগ থাকতে পারে ৷ আমরা চাই, আমাদের নামে বরাদ্দ টাকা আমাদের ফিরিয়ে দেওয়া হোক ৷"

অর্জুনা গ্রামেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপির মালিক নিখাত ইয়াসমিনের স্বামী ৷ নিখাত নিজে একটি অনলাইন পরিষেবার দোকান চালান ৷ তাঁর কথায়, "আমাদের এসবিআই-এর সিএসপি ৷ অনেকেরই এখানে অ্যাকাউন্ট রয়েছে ৷ তাঁরা এখান থেকে টাকাপয়সা তুলতেও আসেন ৷ অনেকে অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছিল ৷ কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে ৷ আবার অনেকে বলছেন, তাঁদের নাম ওই প্রকল্পে তালিকাভুক্ত হলেও তাঁরা কোনও টাকা পাচ্ছেন না ৷ আগে কারও অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা যেত না ৷ এক মাস হল সেই সুবিধে পাওয়া যাচ্ছে ৷ পাশেই আমার অনলাইনে কাজকর্মের দোকান ৷ সেখানে এই মহিলাদের অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা যায়, তাঁদের লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট প্রতি মাসে সাকসেসফুল ৷ পরে পরীক্ষা করে দেখা যায়, নাম মিললেও তাঁদের অ্যাকাউন্ট নম্বর কিংবা আইএফএসসি কোড মিলছে না ৷ এটা এন্ট্রির সময় ভুলবশত হতে পারে ৷ অথবা এই মহিলারা কোনও চক্রান্তের শিকার হতে পারেন ৷ তবে ভুল হলে একটি, দুটি কিংবা তিনটির ক্ষেত্রে হতে পারে ৷ কিন্তু এই এক মাসে আমার কাছে প্রায় 60 জন উপভোক্তা অভিযোগ করেছেন ৷ বিডিও হয়তো বিষয়টি জানেনই না ৷ কারণ, তিনি তো আর নাম-তথ্য এন্ট্রি করেন না ৷ আমিও চাই, এনিয়ে তদন্ত হোক ৷"

প্রশ্ন উঠেছে, তবে কি লক্ষ্মীর ভাণ্ডারেও দুর্নীতি শুরু হয়েছে ? এভাবেই কি লক্ষ্মীদের টাকা চলে যাচ্ছে অন্যদের পকেটে ? এর সঙ্গে কি প্রশাসনেরও একাংশ জড়িত ? নইলে একই নাম ব্যবহার করে অ্যাকাউন্ট বদল কীভাবে সম্ভব ! ছুটির দিনে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও ফোন ধরেননি ৷ তবে বিষয়টি জানানো হলে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, অভিযোগ গুরুতর ৷ অফিস খুললেই তিনি এনিয়ে তদন্তের নির্দেশ দেবেন ৷

আরও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন পুরুষ ! হইচই মাথাভাঙায়

Last Updated : Oct 27, 2023, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.