ETV Bharat / state

Police Harassed TMC Worker: শ্লীলতাহানির শিকার তৃণমূলের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে!

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 5:28 PM IST

Woman TMC Worker Allegedly Harassed by Police: শ্লীলতাহানির শিকার তৃণমূলের মহিলা কর্মী পুলিশে অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ ৷ মালদার হরিশচন্দ্রপুরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি স্থানীয় তৃণমূল নেতৃত্বের ৷

ETV BHARAT
ETV BHARAT

মালদা, 20 অক্টোবর: শ্লীলতাহানির শিকার মহিলা তৃণমূল কর্মীকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ জোর করে বয়ান বদল এবং অভিযুক্ত কংগ্রেস কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে ৷ মালদার হরিশচন্দ্রপুরে গত 10 অক্টোবরের ঘটনায় পুলিশের ভূমিকায় সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

সূত্রের খবর, দিনমজুর পরিবারের গৃহবধূ ওই নির্যাতিতা এলাকার মহিলা তৃণমূলের কর্মী হিসাবে পরিচিত ৷ তাঁর স্বামীর সঙ্গে কোনও কারণে বিবাদ চলছিল গ্রামেরই এক প্রভাবশালী কংগ্রেস কর্মীর ৷ অভিযোগ, গত 10 অক্টোবর রাত আটটা নাগাদ রাস্তা দিয়ে যাওয়া সময় মহিলাকে একটি বাঁশ বাগানে টেনে নিয়ে যান অভিযুক্ত কংগ্রেস কর্মী ৷ মহিলার চিৎকার শুনে বাঁচাতে যায় তাঁর ছেলে ৷ কিন্তু অভিযোগ, অভিযুক্ত তাঁকেও মারধর করে ৷ মহিলার ছেলেকে হাসপাতালে ভরতি করতে হয় ৷ এই ঘটনায় নিগৃহীতা তৃণমূল কর্মী পরেরদিন থানায় অভিযোগ জানাতে যান ৷

অভিযোগ সেখানে পরপর দু’বার তাঁকে অভিযোগের বয়ান পালটাতে বলেন কর্তব্যরত পুলিশ আধিকারিক ৷ শেষ পর্যন্ত ওই পুলিশ আধিকারিকের কথা মতো অভিযোগপত্র লিখতে বাধ্য হন তিনি ৷ কিন্তু, তারপরেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ ৷ উলটে ওই কংগ্রেস কর্মী নিগৃহীতার স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে, পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে ৷ পুলিশের এই ভূমিকা নিয়ে সরব হয়েছেন দম্পতি ৷ এ নিয়ে পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দিয়েছে খোদ শাসকদল ৷

নিগৃহীতার বক্তব্য, “সেদিন রাতে বাড়ি ফিরছিলাম ৷ অভিযুক্ত পিছন থেকে আমার মুখ চেপে ধরে ৷ ধাক্কা মারতে মারতে আমাকে কাছের একটি বাঁশঝাড়ের পাশে থাকা ইদগাহের পিছনে নিয়ে যায় ৷ আমাকে নানান কথা বলে ৷ আমার শাড়ি-ব্লাউজ ছিঁড়ে দেয় ৷ কথা না শুনলে আমাকে খুনের হুমকিও দেয় ৷ আমি চিৎকার শুরু করি ৷ চিৎকার শুনে আমার ছেলে বাঁচাতে আসলে ও ছেলেকে বেধড়ক মারধর করে ৷ শেষ পর্যন্ত গ্রামবাসীদের হস্তক্ষেপে আমি উদ্ধার হই ৷ জখম ছেলেকে হাসপাতালে ভরতি করতে হয় ৷’’

আরও পড়ুন: পাণ্ডুয়ায় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূলের যুবনেতা

তাঁর অভিযোগ, ‘‘এ নিয়ে আমি স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে, আমাকে বারবার অভিযোগপত্রের বয়ান পালটাতে বলা হয় ৷ বিচার চাইতে আমি পুলিশের পা পর্যন্ত ধরেছি ৷ আমি শ্রমিকের কাজ করি ৷ সঙ্গে তৃণমূল দলও ৷ কিন্তু, আমার কোনও কথা পুলিশ শোনেনি ৷ উলটে অভিযুক্তর অভিযোগের ভিত্তিতে পুলিশ আমার স্বামীর বিরুদ্ধেই মামলা দায়ের করেছে ৷”

মহিলার স্বামী বলেন, “ওই যুবকের সঙ্গে আমার বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে ৷ এর আগে আমি ওর বিরুদ্ধে থানায় অন্তত দশবার অভিযোগ দায়ের করেছি ৷ কিন্তু, পুলিশ কোনও পদক্ষেপ করেনি ৷ আসলে আমি টাকা দিতে পারিনি বলে আমার কাজ হয়নি ৷ 10 তারিখ ও আমার স্ত্রীকে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে ৷ পরদিন আমরা থানায় অভিযোগ জানাতে আসলে পুলিশ নিজের ইচ্ছেমতো অভিযোগপত্রের বয়ান লিখতে বাধ্য করে ৷ উলটে ওর অভিযোগের ভিত্তিতে পুলিশ আমার বিরুদ্ধে মামলা রুজু করেছে ৷ ওই ছেলেটি নিজের দোষ প্রকাশ্যে স্বীকারও করছে ৷ অথচ পুলিশ নির্বিকার ৷ এই থানার পুলিশ শুধু থানা চত্বরে সালিশি সভাই করে ৷”

আরও পড়ুন: ছাত্রীর শ্লীলতাহানি ! সোশাল মিডিয়ার পোস্ট ঘিরে ধুন্ধুমার কাণ্ড আসানসোলের স্কুলে

এলাকার কংগ্রেসের অধীনে থাকা জেলা পরিষদ সদস্য দাবি করেছেন, “এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই ৷ ওই মহিলা যদি সত্যিই নির্যাতনের শিকার হন, তবে পুলিশের উচিত তাঁকে সুবিচার দেওয়া ৷ কিন্তু পুলিশ সব ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে ৷ আর হরিশ্চন্দ্রপুরের পুলিশ থানা চত্বরে সালিশি সভার আয়োজন করতেই ব্যস্ত থাকে ৷”

স্থানীয় তৃণমূল নেতা তথা আইএনটিটিইউসি-র ব্লক সভাপতি জানিয়েছেন, নিগৃহীতা মহিলা তাঁদের দলের সক্রিয় কর্মী ৷ অভিযুক্ত এলাকার কংগ্রেস নেতা ৷ আক্রান্ত মহিলা যদি সুবিচার না পান, তবে তাঁরা পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবেন ৷ এ নিয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কোনও মন্তব্য করতে রাজি হয়নি ৷ শুধু জানিয়েছে, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে ৷ তদন্ত চলছে ৷ হরিশ্চন্দ্রপুর থানার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছেন ৷ যথাযথ পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.