ETV Bharat / state

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ আত্মীয়ের, অন্তঃসত্ত্বা নাবালিকা

author img

By

Published : Dec 4, 2019, 4:35 PM IST

Updated : Dec 4, 2019, 5:58 PM IST

মালদার পুখুরিয়ার ঘটনা । বিশেষভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল আত্মীয়ের বিরুদ্ধে । ঘটনায় অভিযোগ দায়ের হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি ।

rape
ছবি

মালদা, 4 ডিসেম্বর : বিশেষভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল আত্মীয়ের বিরুদ্ধে । পরিবারের তরফে জানা গেছে, নাবালিকা মূক ও বধির । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কে আত্মীয় ওই যুবক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করেছে । এমনকি, হুমকিও দেয়, কাউকে জানালে খুন করা হবে নাবালিকাকে । পরে অন্যত্র বিয়ে করে পালিয়ে যায় যুবক । বর্তমানে সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা নাবালিকা । ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে । পরিবারের দাবি, প্রথমে পুলিশ অভিযোগ নিতে চায়নি । পরে 15 অক্টোবর অভিযোগ জমা নিলেও এখনও অধরা অভিযুক্ত । মালদার পুখুরিয়ার ঘটনা ।

মাস আটেক আগের কথা । সম্পর্কে আত্মীয় ওই যুবকের নাবালিকার বাড়িতে যাতায়াত ছিল । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে ওই যুবক । নাবালিকাকে যুবক হুমকি দেয় যে, একথা কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে । মাস ছয়েক পর মেয়ের শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় আম্মার ৷ মেয়েকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে পুরো ঘটনা । এরপরই প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতে স্থানীয় থানায় যান ধর্ষিতা নাবালিকার অভিভাবকরা ৷ অভিযোগ, পুলিশ সেই সময় তাঁদের অভিযোগ নেয়নি ৷ শেষপর্যন্ত গত 15 অক্টোবর পুলিশ অভিযোগ জমা নিতে বাধ্য হয় ৷ তবে এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ ৷

ঘটনায় নির্যাতিতা নাবালিকার আব্বা বলেন, "অভিযুক্ত সম্পর্কে আমার আত্মীয় । আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে । এখন সে অন্তঃসত্ত্বা । বিষয়টি জানতে পেরে আমি আমার আত্মীয়দের সব ঘটনা জানাই ৷ কেউ আমার পাশে দাঁড়ায়নি ৷ পুলিশে অভিযোগ দায়ের করি ৷ এরপরও অভিযুক্তের আব্বা আরেকজন নাবালিকার সঙ্গে ছেলের নিকাহ দিয়ে তাকে বাইরে পাঠিয়ে দিয়েছে ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি ৷"

এদিকে, মামলা তুলে নেওয়ার জন্য ওই নাবালিকার পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছে অভিযুক্ত ৷ বিচারের আশায় এখন সাড়ে সাত মাসের গর্ভবতী মেয়েকে নিয়ে পুলিশকর্তাদের দরজায় ঘুরে বেড়াচ্ছেন ওই নাবালিকার আব্বা-আম্মা৷ আজ তাঁরা জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়ে সুবিচার প্রার্থনা করেছেন ৷ নির্যাতিতার আইনজীবী মৃত্যুঞ্জয় দাস বলেন, "ধর্ষিতা নাবালিকা মূক ও বধির ৷ সাড়ে সাত মাস আগে প্রতিবেশী এক যুবকের লালসার শিকার হয় সে ৷ প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করা হয় । অভিযুক্ত যুবকের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে ৷ কিন্তু বিশেষভাবে সক্ষম আইনের ধারা এই মামলায় যোগ করা হয়নি ৷ সেই দাবিতে আজ আমরা পুলিশ সুপার ও জেলাশাসককে জানিয়েছি ৷ এই ঘটনায় নির্যাতিতার ক্ষতিপূরণও দাবি করা হয়েছে । সবচেয়ে বড় বিষয়, অভিযোগ দায়ের হওয়ার এতদিন পরও পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেনি ৷ পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ ৷"

তবে, এনিয়ে এখনও জেলাশাসক কিংবা পুলিশ সুপারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

Intro:মালদা, ০৪ ডিসেম্বর : প্রতিবেশী এক যুবকের লালসার শিকার হয়েছিল এক প্রতিবন্ধী নাবালিকা৷ সেকথা কাউকে বললে ওই নাবালিকাকে খুন করার হুমকি দেয় ধর্ষক৷ ভয়ে প্রথমে কাউকে কিছু বলতে পারেনি ওই নাবালিকা৷ কিন্তু ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়ে সে৷ মাস ছয়েক পর মেয়ের শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় আম্মার৷ মেয়েকে প্রশ্ন করেন তিনি৷ তখনই উঠে আসে গোটা ঘটনা৷ এরপরেই প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতে স্থানীয় থানায় যান ধর্ষিতা নাবালিকার অভিভাবকরা৷ অভিযোগ, পুলিশ সেই সময় তাঁদের অভিযোগ নেয়নি৷ শেষ পর্যন্ত গত ১৫ অক্টোবর পুলিশ অভিযোগ জমা নিতে বাধ্য হয়৷ তবে এখনও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ৷ এদিকে সেই মামলা তুলে নেওয়ার জন্য ওই নাবালিকার পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছে অভিযুক্ত৷ বিচারের আশায় এখন সাড়ে সাত মাসের গর্ভবতী মেয়েকে নিয়ে পুলিশকর্তাদের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন ওই নাবালিকার আব্বা-আম্মা৷ আজ তাঁরা জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়ে সুবিচার প্রার্থনা করেছেন৷ ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার একটি গ্রামে৷ তবে এনিয়ে এখনও জেলাশাসক কিংবা পুলিশ সুপারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ Body:নির্যাতিতা নাবালিকার আইনজীবী মৃত্যুঞ্জয় দাস বলেন, “ধর্ষিতা নাবালিকা মুক ও বধির৷ সাড়ে সাত মাস আগে প্রতিবেশী এক যুবকের লালসার শিকার হয় সে৷ প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে জহরুল হক নামে এক যুবক৷ অনেক টালবাহানার পর গত ১৫ অক্টোবর পুখুরিয়া থানার পুলিশ এই ঘটনার অভিযোগ জমা নেয়৷ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে৷ কিন্তু প্রতিবন্ধী আইনের ধারা এই মামলায় যোগ করা হয়নি৷ সেই দাবিতে আজ আমরা পুলিশ সুপার ও জেলাশাসককে জানিয়েছি৷ এই ঘটনায় নির্যাতিতার ক্ষতিপূরণও দাবি করেছি৷ সবচেয়ে বড়ো বিষয়, অভিযোগ দায়ের হওয়ার এতদিন পরেও পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেনি৷ পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ৷”Conclusion:নির্যাতিতা নাবালিকার আব্বা বলেন, “অভিযুক্ত জহুরুল হক সম্পর্কে আমার ভাতিজা৷ সে আমার মেয়েকে ধর্ষণ করে৷ মেয়ে গর্ভবতী হয়ে পড়ে৷ বিষয়টি জানতে পেরে আমি আমার আত্মীয়দের সব ঘটনা জানাই৷ কিন্তু কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি৷ আমি এনিয়ে পুলিশে অভিযোগ দায়ের করি৷ এরপরেও জাহিরুলের আব্বা আরেকজন নাবালিকার সঙ্গে ছেলের নিকাহ দিয়ে তাকে বাইরে পাঠিয়ে দিয়েছে৷ এখনও পর্যন্ত পুলিশ জাহিরুলকে গ্রেফতার করেনি৷ এখন সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা আমার নাবালিকা মেয়ে৷ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জাহিরুল এই কাজ করেছিল৷ পুলিশ দু’দিন ওদের বাড়িতে তল্লাশিতে গিয়েই নিজেদের কাজ সারে৷ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রতিবন্ধী মেয়ে যাতে বাঁচার পথ খুঁজে পায় তার ব্যবস্থা করতেই আজ পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি৷”
Last Updated : Dec 4, 2019, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.