ETV Bharat / state

Man attacks with sharp Weapon: সালিশি সভা চলাকালীনই ধারালো অস্ত্রের কোপ, মৃত 2

author img

By

Published : Apr 21, 2023, 10:56 PM IST

টাকা পয়সা ঠিকাদারের সঙ্গে শ্রমিকদের বিবাদ ৷ তার জেরে সালিশি সভায় ধারালো অস্ত্রের কোপ 4 শ্রমিককে ৷ মৃত দুই, গুরুতর আহত আরও দুই ।

Etv Bharat
প্রতীকী ছবি

মালদা, 21 এপ্রিল: টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে সালিশি সভা বসেছিল । সেই সালিশি সভাতেই ধারালো অস্ত্র নিয়ে 4 শ্রমিকের উপর হামলার অভিযোগ ঠিকাদরের বিরুদ্ধে ৷ হামলায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের । গুরুতর আহত হয়েছেন আরও দুই জন । শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কালিয়াচক 1 নম্বর ব্লকের জালুয়াবাথাল বিবিগ্রাম এলাকায় । পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্য এলাকায় পুলিশি টহল চলছে ৷ মৃত দুই শ্রমিকের নাম সাজিম শেখ (21), জামিউল শেখ (25)। গুরুতর আহত হয়েছেন তারিখ শেখ (35) ও শাহাজাহান শেখ (24)। এরা সকলেই বিবিগ্রাম এলাকার বাসিন্দা । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজস্থানে কাজ করতে যাওয়ার টাকা পয়সা নিয়ে ঠিকাদারের সঙ্গে বচসা বেঁধেছিল দুই শ্রমিকের । সেই ঘটনা নিয়ে শুক্রবার সন্ধ্যেয় মীমাংসা হওয়ার কথা ছিল । সেইমতোই সালিশি সভার আয়োজন করা হয়েছিল ৷ সেই সালিশি সভাতেই বচসা বাঁধে ঠিকাদারের সঙ্গে ওই চার শ্রমিকের ৷ ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ ঠিকাদারের লোকজনের বিরুদ্ধে ৷ স্থানীয় বাসিন্দারা ইফতার সেরে ফেরার সময় দেখেন রক্তাক্ত অবস্থায় চারজন পড়ে রয়েছে । তাঁরাই তড়িঘড়ি আহতদের তাঁদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন । কর্তব্যরত চিকিৎসকরা সাজিম ও জামিউলকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারিখ শেখ।

আরও পড়ুন : খুনির ফাঁসি চাইলেন কালিয়াগঞ্জের মৃত যুবতীর মা

ফিরোজ শেখ বলেন, "সাজিম ও জামিউল সম্পর্কে আমার ভাগ্নে । রাজস্থানে লেবার সাপ্লাই করার টাকা নিয়ে কিছু কয়েকদিন শ্রমিকদের সঙ্গে ঝামেলা হয়েছে । আগামিকাল ইদ রয়েছে । সেই কারণে সকলে বাড়ি এসেছে । রাজস্থানের সেই ঝামেলা নিয়ে আজ মীমাংসা হওয়ার কথা ছিল। সেই মীমাংসা চলাকালীন হাঁসুয়া-ছুরি নিয়ে ভাগ্নেদের ওপর হামলা চালানো হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.