ETV Bharat / state

Malda Womens Commission: এক বছরে 154টি বাল্যবিবাহের অভিযোগ, একগুচ্ছ নির্দেশিকা মহিলা কমিশনের

author img

By

Published : Jan 19, 2023, 10:26 PM IST

এক বছরে মালদায় জেলায় 154টি বাল্যবিবাহের অভিযোগ (Domestic Violence and Child Marriage) ৷ রোধ করা গিয়েছে 127টি ৷ 27টি অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি ৷ গত ন‘মাসে গার্হস্থ্য হিংসার অভিযোগ এসেছে 127টি । গত দুই মাসে মালদা মেডিক্যালের৷ ওয়ানস্টপ সেন্টার থেকে 70টি গার্হস্থ্য হিংসার অভিযোগ নথিভুক্ত হয়েছে ।

Malda Womens Commission
এক বছরে 154টি বাল্যবিবাহের অভিযোগ

মালদা, 19 জানুয়ারি: জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে রিভিউ মিটিং করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন । জেলায় বাল্যবিবাহ, গার্হস্থ্য হিংসার গ্রাফ দেখে জেলা প্রশাসনের কর্তাদের একাধিক মতামত দিয়েছেন তিনি (Domestic Violence and Child Marriage) । সেই অনুযায়ী কাজ করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক ।বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশানসিক ভবনের আরটিসি হলে প্রশাসনিক বৈঠক করা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়, জেলাশাসক নিতীন সিংঘানিয়া, পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক মৃদুল হালদার, ডেপুটি পুলিশ সুপার প্রশান্ত দেবনাথ-সহ চাইন্ডলাইন ও সমাজকল্যাণ দফতরের আধিকারিকরা (Malda Womens Commission) ।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত এক বছরে জেলায় মোট 154টি বাল্যবিবাহের অভিযোগ এসেছে । সেই অভিযোগের ভিত্তিতে 127টি বাল্যবিবাহ রোধ করা হয়েছে । তবে 27টি অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি । গত 9 মাসে গার্হস্থ্য হিংসার অভিযোগ এসেছে 127টি। গত দুই মাসে মালদা মেডিক্যালের ওয়ানস্টপ সেন্টার থেকে অভিযোগ এসেছে 70টি ।

আরও পড়ুন : প্রশংসিত নীল-সাদা স্কুল ড্রেসের উদ্যোগ, স্কচ গোল্ড অ্যাওয়ার্ড জিতল বাংলাশ্রী

রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, "আজ একটি প্রশাসনিক বৈঠকে মহিলাদের নানা বিষয়ে আলোচনা হয়েছে । বিশেষ করে বাল্যবিবাহ, পকসো নিয়ে আলোচনা হয়েছে । মহিলা কমিশনের তরফে জেলা প্রশাসনকে কিছু মতামত জানানো হয়েছে । সেই মতামতকে দ্রুত কার্যকর করতে জেলাশাসক নির্দেশও দিয়েছেন । অনেক ঘটনা আদালতের বিচার প্রক্রিয়ার সময়েও দীর্ঘদিন ধরে আটকে থাকছে । পরবর্তী কালে তারা কী বিচার পাচ্ছে তা সঠিকভাবে জানা যাচ্ছে না । সেই কারণে মহিলা কমিশন কাউন্সেলিংয়ের ওপর বিশেষভাবে জোর দিয়েছে । এই ধরণের ঘটনার ক্ষেত্রে আগে কমিশনে তিন মাস অন্তর রিপোর্ট পাঠানো হত । তবে এখন থেকে জেলা প্রশাসনকে প্রতিমাসে সেই রিপোর্ট দিতে বলা হয়েছে । অভিভাবকরা সচেতন না-হলে বাল্যবিবাহ পুরোপুরি রোধ করা সম্ভব নয় । অনেক ক্ষেত্রে পড়ুয়ারাও প্রেমের সম্পর্ক থেকে পালিয়ে যায় । এসব নিয়ে সচেতনতা বাড়াতে আগামী ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা সচেতনতামূলক শিবির করা হবে। গার্হস্থ্য হিংসা ও বাল্যবিবাহ রোধে এই সচেতনতা শিবির বিভিন্ন কলেজ ও প্রত্যন্ত গ্রামে আয়োজন করা হবে ।"

আরও পড়ুন: বাংলা-বিহার দুই রাজ্যেরই আবাস তালিকায় নাম, হতবাক কেন্দ্রীয় দল

এই প্রসঙ্গেই জেলাশাসক নিতীন সিংঘানিয়া বলেন, "মহিলা কমিশনের চেয়ারপার্সন আজ প্রশাসনিক রিভিউ মিটিং করেছেন । মিটিংয়ে পকসো, গার্হস্থ্য হিংসা, সচেতনতা শিবির-সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে । উনি আমাদের বেশ কিছু মতামত দিয়েছেন । তাঁর মতামতের ভিত্তিতে আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.