ETV Bharat / state

Malda Liquor Smuggling: আমের পেটিতে লুকিয়ে বিহারে মদ পাচারের চেষ্টা, মালদা টাউন স্টেশনে গ্রেফতার দুই

author img

By

Published : Jul 5, 2022, 8:36 AM IST

Updated : Jul 5, 2022, 9:01 AM IST

Siezed liquor in Malda Town
বাজেয়াপ্ত হওয়া মদের পেটি

অভিনব কায়দায় মদ পাচারের চেষ্টা চলছিল ৷ আমের নিচে লুকিয়ে ছিল মদের পেটি ৷ রেলপুলিশের কাছে খবর ছিল ৷ তাই ধরা পড়ল বিশাল টাকার মদ (Malda Liquor Smuggling) ৷

মালদা, 5 জুলাই : আমের পেটিতে লুকিয়ে মদ পাচার হচ্ছিল ৷ আগেভাগে খবর ছিল রেলপুলিশের কাছে ৷ তাতেই তল্লাশি চালিয়ে আমের তলায় মিলল মদের বোতল ৷ ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশনে । এই ঘটনায় বিহারের দুই যুবককে গ্রেফতার করেছে মালদা জিআরপি । সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে (Malda Town GRP siezes liquor while smuggling to Bihar) ।

গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি থানার পুলিশ পটনা এক্সপ্রেসে হানা দেয় । তথ্য অনুযায়ী দুই যুবকের হেফাজতে থাকা 15টি আমের পেটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল সংখ্যক মদের বোতল । গ্রেফতার করা হয় দু'জনকেই । ধৃত দুই যুবকের নাম পঙ্কজ কুমার (18) এবং রোশন কুমার (18)। দু'জনেরই বাড়ি বিহারের পটনায় ।

মালদা থেকে বিহারে পাচার হচ্ছিল মদ, তাও আমের পেটিতে

আরও পড়ুন: পুষ্পা সিনেমার ছকে মদ পাচার, শিলিগুড়িতে আটক 15 লক্ষের তরল

আইসি জিআরপি প্রশান্ত রায় বলেন, "আমাদের কাছে খবর আসে আমের পেটিতে লুকিয়ে মালদা থেকে বিহারে মদ পাচার করা হচ্ছে । সেই তথ্যের ভিত্তিতে পটনা এক্সপ্রেসে হানা দেওয়া হয় । 15টি পেটির নিচে মদের বোতল রেখে উপরে আম দিয়ে ঢেকে মদের বোতল পাচারের চেষ্টা করছিল দুই যুবক । উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য 95 হাজার টাকা । এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"

Last Updated :Jul 5, 2022, 9:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.