ETV Bharat / state

Pakuahat Incident: পাকুয়াহাট-কাণ্ডে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিকে শোকজ জাতীয় মানবাধিকার কমিশনের

author img

By

Published : Aug 21, 2023, 10:04 PM IST

মালদার পাকুয়াহাটে দুই মহিলাকে প্রকাশ্যে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল ও মালদার পুলিশ সুপারকে শোকজ করেছে জাতীয় মানবাধিকার কমিশন ৷

Etv Bharat
পাকুয়াহাট কাণ্ডে কঠোর পদক্ষেপ

মালদা, 21 অগস্ট: বামনগোলার পাকুয়াহাটে দুই মহিলাকে প্রকাশ্যে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় কঠোর পদক্ষেপ করলো জাতীয় মানবাধিকার কমিশন ৷ ঘটনার জেরে শোকজ করা হয়েছে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল ও মালদার পুলিশ সুপারকে ৷ আগামী ছ’সপ্তাহের মধ্যে প্রত্যেককে এই শোকজের জবাব জানানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ জাতীয় মানবাধিকার কমিশনের এই শোকজের চিঠির খবর চাউর হতেই শোরগোল পড়েছে জেলার পুলিশ মহলে ৷

কমিশন জানিয়েছে, গত 18 জুলাই বামনগোলার পাকুয়াহাটে প্রকাশ্যে দু'জন মহিলাকে নির্যাতন করার অভিযোগ ওঠে ৷ সেখানে অনেক পুরুষও উপস্থিত ছিলেন ৷ এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে বেআইনিভাবে দুই মহিলাকেই গ্রেফতার করে ৷ তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 147, 148, 186, 332, 353, 596 ও 34 ধারায় মামলা রুজু করা হয় ৷ এই মামলা রুজু করেন পাকুয়াহাট ফাঁড়ির এএসআই প্রসেনজিৎ পাল ৷

পরদিন তিনি দুই মহিলাকে মালদা জেলা আদালতে পেশ করেন ৷ বিচারক দুই মহিলার জেল হেফাজতের নির্দেশ দেন ৷ এই অভিযোগের ভিত্তিতে 25 জুলাই কমিশনের তরফে মালদার পুলিশ সুপারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয় ৷ একইসঙ্গে দু’সপ্তাহের মধ্যে তার রিপোর্ট কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয় ৷ 28 জুলাই পুলিশ সুপার জানান, ডিএসপি (ডি অ্যান্ড টি) ঘটনার তদন্ত করছেন ৷ ওই ঘটনায় 22 জুলাই পুলিশের তরফে একটি মামলা রুজু করা হয়েছে ৷

এই ঘটনায় আটজনকে গ্রেফতার করার পাশাপাশি সোশাল মিডিয়া থেকে ঘটনার 143টি ভিডিয়ো পোস্ট মুছে ফেলা হয়েছে ৷ পরবর্তীতে পুলিশ বামনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তীকে ওই থানা থেকে অপসারিত করে ৷ এছাড়াও তিন পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয় ৷ কিন্তু সেই তদন্তের গতিপ্রকৃতি এখনও জানানো হয়নি ৷

আরও পড়ুন: পাকুয়াহাট-কাণ্ডে পুলিশ সুপারের রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন

গত 1 অগস্ট এই ঘটনার তদন্তে মালদায় আসেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ৷ তিনি ওই দুই নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন ৷ তিনি দিল্লি ফিরে যাওয়ার পরেই কমিশনের এই শোকজের চিঠি পাঠানো হয়েছে ৷ শোকজের উত্তর পাঠানোর পাশাপাশি কমিশনের তরফে দুই নির্যাতিতাকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে শোকজের জবাব না পেলে কমিশনের তরফে রাজ্য প্রশাসন ও পুলিশের চার কর্তাকেই দিল্লিতে তলব করা হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.