ETV Bharat / state

বিশ্ব মাদকবিরোধী দিবসে জেলাবাসীকে সচেতন করতে মালদা পুলিশের উদ্যোগ

author img

By

Published : Jun 26, 2021, 6:57 PM IST

মাদক সেবন সম্পর্কে জেলাবাসীকে সচেতন করতেই জেলার বিভিন্ন থানার তরফে মিছিল বের করা হয় ৷

Malda
Malda

মালদা, 26 জুন : আজ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস (International Day against Drug Abuse ) ৷ সেই উপলক্ষ্য়ে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী হল মালদা জেলা পুলিশ ৷ আজ দুপুরে রবীন্দ্র অ্যাভেনিউ থেকে ট্যাবলো সহ পুলিশের একটি সচেতনতামূলক মিছিল সারা শহর পরিক্রমা করে । মিছিলে পা মেলান অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অনীশ সরকার, ডেপুটি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস অন্যান্য পুলিশ অফিসাররা ।

অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অনীশ সরকার বলেন, "মালদা জেলার বেশ কিছু এলাকায় মাদক সেবনের বাড়াবাড়ি রয়েছে । তার মধ্যে উল্ল্যেখযোগ্য জায়গা হল কালিয়াচক । 2016 সাল থেকে মালদা জেলা পুলিশের উদ্যোগে বিশেষভাবে মাদকবিরোধী অভিযান শুরু করা হয়েছে । এই মাদকবিরোধী অভিযানের মূল লক্ষ্য ছিল আফিম চাষ বন্ধ করা ৷ এর পাশাপাশি সমস্তরকম নিষিদ্ধ মাদক উৎপাদন ও বিক্রি বন্ধ করা ।"

আরও পড়ুন : Kaliachak Murder Case : ক্রিপ্টোকারেন্সির জন্যই কি আসিফ বাবাকে ব্ল্যাকমেল করত ? উঠছে একাধিক প্রশ্ন

মাদক সেবন সম্পর্কে জেলাবাসীকে সচেতন করতেই জেলার বিভিন্ন থানার তরফে মিছিল বের করা হয় ৷ অতিরিক্ত পুলিশ সুপার বলেন, "আমরা মাদক কারবারের সঙ্গে যুক্ত প্রচুর লোককে গ্রেফতার করেছি । মাদকবিরোধী দিবসে জেলার মানুষকে সচেতন করতে প্রতিটি থানা থেকে একটি করে সচেতনতামূলক মিছিল করা হয়েছে । যুবসমাজকে মাদক সেবন থেকে দূরে রাখতে এধরনের কর্মসূচি জেলা পুলিশের পক্ষ থেকে মাঝেমধ্যেই করা হয়ে থাকে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.