ETV Bharat / state

FIFA World Cup 2022: জনসংযোগ বাড়াতে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখাচ্ছে মালদা পুলিশ

author img

By

Published : Dec 18, 2022, 2:26 PM IST

Malda police showing FIFA World Cup on giant screen
Malda police showing FIFA World Cup on giant screen

জেলা জুড়ে প্রত্যন্ত এলাকায় জায়ান্ট স্ক্রিনে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022) দেখাচ্ছে পুলিশ ৷ তাদের লক্ষ্য সচেতনতা বৃদ্ধি ও জনসংযোগ করা ৷

জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখাচ্ছে মালদা পুলিশ

মালদা, 18 ডিসেম্বর: ফুটবল জ্বরে মেতেছে সারা বিশ্ব (FIFA World Cup 2022) ৷ আর তাকেই হাতিয়ার করে ময়দানে নেমেছে জেলা পুলিশ ৷ কোথাও জায়ান্ট স্ক্রিনে, কোথাও টিভি নিয়ে এসে ৷ ফুটবলের প্রতি খুদেদের আগ্রহ বাড়ানো ও জনসংযোগ বৃদ্ধিকে মাথায় রেখে জেলা পুলিশের এই উদ্যোগ ৷

কয়েকঘণ্টা পরেই ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্তিনা ও ফ্রান্স (FIFA World Cup Final) ৷ মেসি বনাম এমবাপের সেই উত্তাপ ছড়িয়েছে মালদা জেলাতেও ৷ সেই সুযোগকে হাতছাড়া করতে রাজি হয়নি জেলা পুলিশের আধিকারিকরা ৷ বিশ্বকাপের মঞ্চকে ব্যবহার করে যেমন নতুন প্রজন্মের ফুটবলারদের উৎসাহিত করতে মরিয়া, তেমনই পঞ্চায়েত নির্বাচনের আগে এই সুযোগে জনসংযোগ বৃদ্ধিরও পরিকল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছে পুলিশ আধিকারিকরা ৷

জেলার বিভিন্ন থানা এলাকায় ইতিমধ্যে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো শুরু হয়েছে ৷ দুই সেমি ফাইনালের পর আজ ফাইনাল খেলাও দেখাতে চলেছে মালদা জেলা পুলিশ ৷ জনসংযোগের পাশাপাশি সচেতনতা বাড়াতেও এই মঞ্চকে ব্যবহার করছে জেলা পুলিশ । খেলার বিরতিতে সাইবার ক্রাইমের নানা তথ্য তুলে ধরা হচ্ছে সেই জায়ান্ট স্ক্রিনে (Malda police showing FIFA World Cup) ।

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, "এর আগেও আমরা খেলাধূলোয় আগ্রহী ছেলেমেয়েদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি । আরও বেশি মানুষ খেলাধূলোর সঙ্গে যুক্ত হোক, এটাই আমাদের আশা । খেলাধূলোর মাধ্যমেও ছেলেমেয়েরা ভবিষ্যৎ গড়ে তুলতে পারে । খেলাধূলোর প্রতি আগ্রহ বাড়াতে আমরা শহরের পাশাপাশি জেলা জুড়ে প্রত্যন্ত এলাকাগুলিতে ফুটবল বিশ্বকাপের লাইভ ম্যাচ বড়ো স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি । গ্রাম্য এলাকায় অনেক ছেলেমেয়েদের খেলার প্রতি আগ্রহ রয়েছে । তাদের অনেকের বাড়িতেই টিভি, মোবাইল, কেবল বা ইন্টারনেট কানেকশন নেই । তাদের উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ ।

আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপের আঁচ বই পাড়াতেও, আর্জেন্তিনা জিতলেই মিলবে 50 শতাংশ ছাড়

তিনি আরও বলেন, "একই সঙ্গে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের জনসংযোগ হচ্ছে । তা ফুটবল নিয়েই হোক, কিন্তু পুলিশের সঙ্গে যোগাযোগ হচ্ছে । সব থানা এলাকাতেই এই প্রচেষ্টা নেওয়া হয়েছে । তবে মূলত যে সমস্ত এলাকায় নতুন প্রজন্মের আগ্রহী খেলোয়ার রয়েছে, সেই সমস্ত এলাকায় বেশি করে জোর দেওয়া হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.