ETV Bharat / state

Malda Heavy Rain: ঘণ্টাখানেকের ভারী বৃষ্টিতে জল থইথই মালদা মেডিক্যাল

author img

By

Published : Aug 3, 2022, 9:37 PM IST

বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিক্যালের মেল মেডিক্যাল ওয়ার্ড, বারান্দা, করিডর, এমনকী অপারেশন থিয়েটারের একাংশেও (Malda Medical Has Accumulated Water)। পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে গেলেন মেডিক্যালের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার পুরঞ্জয় সাহা ।

Malda Heavy Rain
ঘণ্টাখানেকের ভারী বৃষ্টিতে জল থইথই মালদা মেডিক্যাল

মালদা, 3 অগস্ট: এক পশলা ভারী বৃষ্টি । ফের জল থইথই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Malda Medical Has Accumulated Water)। শুধু হাসপাতাল চত্বরেই নয়, জল ঢুকে পড়েছে মেল মেডিক্যাল ওয়ার্ড, বারান্দা, করিডর, এমনকী অপারেশন থিয়েটারের একাংশেও । ওয়ার্ডের মধ্যে জল ঢুকে পড়ায় রোগীদের মধ্যে আতঙ্কও ছড়ায় । যদিও বৃষ্টি থামার পর ওয়ার্ড থেকে ধীরে ধীরে জল নামতে শুরু করে । পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে আসেন মেডিক্যালের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার পুরঞ্জয় সাহা ।

হাসপাতালে আসা এক রোগীর আত্মীয়া তারা বিবি বলেন, "ঘণ্টাখানেকের বৃষ্টিতেই হাসপাতালের ভিতরে ও বাইরে জল জমে গিয়েছে । জলের উপর দিয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে । হাসপাতালে বিভিন্ন ধরনের জীবাণু থাকে । সেসব জলে মিশে গিয়েছে । আমরা ভয়ে রয়েছি ।"

ঘণ্টাখানেকের ভারী বৃষ্টিতে জল থইথই মালদা মেডিক্যাল

আরও পড়ুন: স্বাধীনতার 75 বছরেও রাস্তা কাঁচাই, মালদা-বালুরঘাট সড়কে অবরোধ গ্রামবাসীদের

একই বক্তব্য আরেক রোগীর আত্মীয় আইনাল হকেরও । কেন এভাবে হাসপাতালে বারবার জল জমে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । এদিকে পরিস্থিতি পরিদর্শনের পর এমএসভিপি বলেন, "বৃষ্টিতে হাসপাতালের ভিতর ও বাইরে সামান্য জল জমেছে । আমরা দ্রুত জল নিষ্কাশনের চেষ্টা করছি । ইতিমধ্যে তার জন্য স্টাফ পাঠিয়ে দিয়েছি । আশা করছি, আধঘণ্টার মধ্যে জমা জল বের করে দেওয়া যাবে । তবে এর জন্য চিকিৎসা পরিষেবায় কোনও প্রভাব পড়েনি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.