ETV Bharat / state

বেতনের বন্দোবস্ত নেই, মালদা মেডিক্যালে ছাঁটাইয়ের মুখে শতাধিক অস্থায়ী কর্মী

author img

By

Published : Jul 16, 2021, 6:10 PM IST

Malda Medical College and Hospital order to sack contractual staffs
বেতনের বন্দোবস্ত নেই, মালদা মেডিক্যালে ছাঁটাইয়ের মুখে শতাধিক অস্থায়ী কর্মী

রোগী কল্যাণ সমিতির তহবিল থেকে আর বেতন দেওয়া সম্ভব নয় ৷ তাই দীর্ঘদিনের অস্থায়ী কর্মীদের কার্যত ছাঁটাইয়ের নির্দেশকা জারি করল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷ প্রতিবাদে বিক্ষোভে বসেছেন কর্মহীন হতে চলা অস্থায়ী কর্মীরা ৷ তাঁদের নিয়োগই নাকি বেআইনি ছিল ৷ বলছে, মেডিক্যাল কর্তৃপক্ষ ৷

মালদা, 16 জুলাই : সরকারি নিয়ম না মেনেই মালদা মেডিক্যালে নিয়োগ করা হয়েছিল অস্থায়ী কর্মী ৷ তাঁদের মাসিক বেতনও দেওয়া হত নিয়মবিধি তোয়াক্কা না করেই ৷ প্রায় 20 বছর ধরে এমনটাই চলে আসছিল ৷ কিন্তু যে তহবিল থেকে এই কর্মীদের এতদিন বেতন দেওয়া হয়েছে, প্রতি মাসে প্রায় 12 লাখ টাকা গুনতে গুনতে সেই ভাঁড়ার এখন ফাঁকা ৷ তাই মালদা মেডিক্যালের 177 জন অস্থায়ী কর্মীকে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী অগস্ট মাস থেকে তাঁদের আর প্রয়োজন নেই ৷ ফলে কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন ওই কর্মীরা ৷ কাজে বহাল রাখার দাবিতে শুক্রবার তাঁরা মালদা মেডিক্য়ালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হন ৷ যদিও কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এই কর্মীদের ভবিষ্যৎ নির্ভর করছে স্বাস্থ্য ভবনের সিদ্ধান্তের উপর ৷

আরও পড়ুন : 30 জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই কালিয়াগঞ্জ পৌরবোর্ডের

অস্থায়ী কর্মীরা জানাচ্ছেন, তাঁদের কেউ 10 বছর, কেউ 15 বছর আবার কেউ 20 বছর ধরে এই হাসপাতালে কাজ করে আসছেন ৷ হাসপাতালের প্রতিটি বিভাগেই তাঁদের নিয়োগ করা হয়েছে ৷ বৃহস্পতিবার হঠাৎই তাঁদের নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়, অগস্ট মাস থেকে তাঁদের আর প্রয়োজন নেই ৷ এই পরিস্থিতিতে তাঁদের ভবিষ্যৎ যেমন অনিশ্চিয়তার মধ্যে পড়েছে, তেমনই হাসপাতালের চিকিৎসা পরিষেবাতেও ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে ৷

কর্মহীন হওয়ার আশঙ্কায় বিক্ষোভে সামিল অস্থায়ী কর্মীরা ৷

অনিমেষ রায় নামে এক অস্থায়ী কর্মী বলেন, “আমরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দীর্ঘদিন ধরে পরিষেবা দিয়ে যাচ্ছি ৷ আমরা চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করি ৷ অনেকে 20বছর ধরেও কাজ করছেন ৷ তখন মেডিকেল কলেজ তৈরি হয়নি ৷ অথচ গতকাল একটি নোটিস জারি করে বলা হয়েছে, 1 অগস্ট থেকে চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে আর কাজ করানো যাবে না ৷ কর্তৃপক্ষ এর পিছনে একটাই কারণ দেখিয়েছে ৷ সেটা হল, আমাদের বেতন দেওয়ার মতো কোনও ফান্ড নেই ৷ এর আগে যে ফান্ড থেকে আমাদের বেতন হত, সেখানে আর অর্থ নেই ৷ আমাদের কাজে বহাল রাখার জন্য আমরা একাধিকবার কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছি ৷ বিক্ষোভ দেখিয়েছি ৷ কর্তৃপক্ষ আমাদের বিষয়টি দেখেছে ৷ 2019 সালে আমাদের স্থায়ীকরণের জন্য স্বাস্থ্য ভবনে ই-ফাইল পাঠানো হয়েছে ৷ কিন্তু সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি ৷’’

আরও এক বিক্ষোভকারী প্রিয়া সিং বলেন, “গতকাল নোটিস দিয়ে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে, সামনের মাস থেকে আমাদের আর বেতন দেওয়া যাবে না ৷ এতদিন আমাদের রোগী কল্যাণ সমিতির তহবিল থেকে বেতন দেওয়া হচ্ছিল ৷ সেখান থেকে আর বেতন হবে না ৷ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, জেলাশাসক এই সিদ্ধান্ত নিয়েছেন বলে নোটিসে জানানো হয়েছে ৷ অথচ নিরাপত্তাকর্মীদের ছাঁটাই করা হচ্ছে না ৷ তাঁদের অন্য পদে রেখে কাজ করানো হচ্ছে ৷ সেই নিরাপত্তাকর্মীদের সংখ্যা 153 জনেরও বেশি ৷ তাঁদের এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়েছে ৷ আমরা মেডিক্যালের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপারের অনুমোদনে কাজ পেয়েছি ৷ এমএসভিপি বলছেন, জেলাশাসকের নির্দেশে আমাদের আর কাজে বহাল রাখা যাবে না ৷ আর যতক্ষণ না স্বাস্থ্য ভবন থেকে আমাদের ই-ফাইল অনুমোদিত হয়ে আসছে, ততক্ষণ আমাদের দিয়ে কাজ করানো যাবে না ৷ আমরা সম কাজে সম বেতন পাই না ৷ ছুটিও পাই না। কাজে আসতে দেরি হলে শো-কজ করা হয় ৷ তবু কাজ করে যাই ৷ আমাদের বলে দেওয়া হয়েছে, সামনে মাস থেকে আমাদের আর প্রয়োজন নেই ৷ আমরা কাজের স্থায়িত্বের দাবিতে ধরনায় বসেছি ৷’’

আরও পড়ুন : বিশ্বভারতীর আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ নিরাপত্তারক্ষীদের

এই কর্মীদের নিয়োগ যে বেআইনি ছিল তা মেনে নিয়েছেন এমএসভিপি পুরঞ্জয় সাহা ৷ তিনি বলেন, “মেডিক্যালে দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত অস্থায়ী কর্মী রয়েছেন 146 জন ৷ এতদিন ধরে রোগী কল্যাণ সমিতির তহবিল থেকে তাঁদের বেতন দেওয়া হচ্ছিল। সেই ফান্ড এখন আর নেই ৷ এই কর্মীদের স্থায়ীকরণের জন্য আমরা স্বাস্থ্য ভবনে ই-ফাইল পাঠিয়েছি ৷ প্রতিনিয়ত এ নিয়ে খোঁজ খবর রাখছি। এই কর্মীদের নোটিস দেওয়া হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, স্বাস্থ্য ভবন থেকে অনুমোদন না এলে আগামী 1 অগস্ট থেকে তাঁদের আর কাজে আসার প্রয়োজন নেই ৷ কারণ, এতদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নিয়ম বহির্ভূতভাবেই রোগী কল্যাণ সমিতির ফান্ড থেকে তাঁদের বেতন দেওয়া হচ্ছিল ৷ এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই ফান্ড বন্ধ করার নির্দেশ দিয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.